নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরের মেয়র গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
গ্রেপ্তার আবুল বশরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা সদর উপজেলার বরুমছড়া গ্রামে। তিনি বসবাস করেন নগরীর পাঁচলাইশ থানাধীন মেয়র গলির ৩ নম্বর রোড এলাকায়। বশর পাঁচলাইশ থানাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ যুবলীগের সাবেক নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,
আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচলাইশ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তারেক আজিজ বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বশরের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ চার মামলার আসামি আবুল বশর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ষোলোশহর রেল স্টেশন এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ২০২১ সালে জানুয়ারিতে যুবলীগের একটি কর্মসূচি ঘিরে মিছিলে বশরের বিরুদ্ধে কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই বছরের ২৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৯ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কৃত করা হয়। ওই ঘটনায় বেশ আলোচিত বশর।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বশরকে মিছিল, সভা-সমাবেশের মাধ্যমে সরব থাকতে দেখা গেছে বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরের মেয়র গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
গ্রেপ্তার আবুল বশরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা সদর উপজেলার বরুমছড়া গ্রামে। তিনি বসবাস করেন নগরীর পাঁচলাইশ থানাধীন মেয়র গলির ৩ নম্বর রোড এলাকায়। বশর পাঁচলাইশ থানাধীন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ যুবলীগের সাবেক নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,
আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচলাইশ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তারেক আজিজ বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল বশরের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় হত্যা, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ চার মামলার আসামি আবুল বশর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ষোলোশহর রেল স্টেশন এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ২০২১ সালে জানুয়ারিতে যুবলীগের একটি কর্মসূচি ঘিরে মিছিলে বশরের বিরুদ্ধে কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ওই বছরের ২৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৯ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কৃত করা হয়। ওই ঘটনায় বেশ আলোচিত বশর।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে বশরকে মিছিল, সভা-সমাবেশের মাধ্যমে সরব থাকতে দেখা গেছে বলে জানায় পুলিশ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
২ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৩ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৩ ঘণ্টা আগে