
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে র্যাবের বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শনিবার দুপুরে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আব্দুল মান্নান (৪৫) উপজেলার খোর্দ্দ গহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের পুত্র।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা র্যাব-৭ অভিযান চালিয়ে মাদক কারবারি আবদুল মান্নানকে গ্রেপ্তারের পর তাঁর তথ্যমতে অভিযান চালিয়ে মান্নানের বসতঘরের খাটের নিচে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে। আবদুল মান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেন দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারি সিন্ডিকেটের মাধ্যমে সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার চালান বহন করে নিয়ে আসতেন। পরে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিলেন। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৯০ লাখ টাকা বলে জানান তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম জানান, র্যাব-৭-এর অভিযানে উপজেলার খোর্দ্দ গহিরা এলাকা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৪ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
২৮ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে