নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চট্টগ্রামে গণপরিবহনের বর্ধিত ভাড়ার তালিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রেখে গতকাল রোববার নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটিএ চট্টগ্রাম।
বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। আজ (সোমবার) থেকে তা কার্যকর করা হবে। তালিকার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া নিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ থেকে আমাদের মোবাইল কোর্ট মাঠে অভিযান শুরু করেছে। তবে সিএনজি চালিত গণপরিবহনে এই ভাড়া কার্যকর হবে না। তা আগের ভাড়াতেই চলবে।’
এদিকে নতুন ভাড়া কার্যকরের পর সোমবার নগরের দামপাড়া এবং পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ। অভিযানে দুজন ম্যাজিস্ট্রেট ভাড়ার তালিকা প্রদর্শন না করায় ১০টি বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় আরও ৪টি বাসকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী—১ নম্বর রুটে কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেট (১০ কিলোমিটার) ২৫ টাকা, ২ নম্বর রুটে কালুরঘাট থেকে নিউ মার্কেট (১৪ কিলোমিটার) ৩৫ টাকা, ৩ নম্বর রুটে ফতেয়াবাদ থেকে নিউমার্কেট (১৪ দশমিক ৫ কিলোমিটার) ৩৬ টাকা, ৪ নম্বর রুটে নিউমার্কেট থেকে ভাটিয়ারি (১৫ কিলোমিটার) ৩৮ টাকা, ৫ নম্বর রুটে নিউমার্কেট থেকে বিমান বন্দর (১৮ দশমিক ৬০ কিলোমিটার) ৪৭ টাকা, ৬ নম্বর রুটে লালদীঘির পাড় থেকে সী বিচ (১৬ দশমিক ৬০ কিলোমিটার) ৪২ টাকা, ৭ নম্বর রুটে কোতোয়ালি থেকে ভাটিয়ারি (১৬ দশমিক ১০ কিলোমিটার) ৪০ টাকা, ৮ নম্বর রুটে নিউ মার্কেট থেকে অক্সিজেন পর্যন্ত (৮ কিলোমিটার) ২০ টাকা, ১০ নম্বর রুটে কালুরঘাট থেকে সী বিচ (২৫ কিলোমিটার) ৬৩ টাকা এবং ১১ নম্বর রুটে ভাটিয়ারি থেকে সী বিচ (২৩ কিলোমিটার) ৫৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চট্টগ্রামে গণপরিবহনের বর্ধিত ভাড়ার তালিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রেখে গতকাল রোববার নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটিএ চট্টগ্রাম।
বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। আজ (সোমবার) থেকে তা কার্যকর করা হবে। তালিকার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া নিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ থেকে আমাদের মোবাইল কোর্ট মাঠে অভিযান শুরু করেছে। তবে সিএনজি চালিত গণপরিবহনে এই ভাড়া কার্যকর হবে না। তা আগের ভাড়াতেই চলবে।’
এদিকে নতুন ভাড়া কার্যকরের পর সোমবার নগরের দামপাড়া এবং পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ। অভিযানে দুজন ম্যাজিস্ট্রেট ভাড়ার তালিকা প্রদর্শন না করায় ১০টি বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় আরও ৪টি বাসকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী—১ নম্বর রুটে কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেট (১০ কিলোমিটার) ২৫ টাকা, ২ নম্বর রুটে কালুরঘাট থেকে নিউ মার্কেট (১৪ কিলোমিটার) ৩৫ টাকা, ৩ নম্বর রুটে ফতেয়াবাদ থেকে নিউমার্কেট (১৪ দশমিক ৫ কিলোমিটার) ৩৬ টাকা, ৪ নম্বর রুটে নিউমার্কেট থেকে ভাটিয়ারি (১৫ কিলোমিটার) ৩৮ টাকা, ৫ নম্বর রুটে নিউমার্কেট থেকে বিমান বন্দর (১৮ দশমিক ৬০ কিলোমিটার) ৪৭ টাকা, ৬ নম্বর রুটে লালদীঘির পাড় থেকে সী বিচ (১৬ দশমিক ৬০ কিলোমিটার) ৪২ টাকা, ৭ নম্বর রুটে কোতোয়ালি থেকে ভাটিয়ারি (১৬ দশমিক ১০ কিলোমিটার) ৪০ টাকা, ৮ নম্বর রুটে নিউ মার্কেট থেকে অক্সিজেন পর্যন্ত (৮ কিলোমিটার) ২০ টাকা, ১০ নম্বর রুটে কালুরঘাট থেকে সী বিচ (২৫ কিলোমিটার) ৬৩ টাকা এবং ১১ নম্বর রুটে ভাটিয়ারি থেকে সী বিচ (২৩ কিলোমিটার) ৫৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে