নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এবার পুলিশের সংস্কারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ (বৈছাআ) কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
এর আগে তাঁরা পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এরই মধ্যে বুধবার (২ জুলাই) রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়। এমন প্রেক্ষাপটে পুলিশে সংস্কারের দাবি সামনে আনেন তাঁরা।
এদিকে, পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহারের পর ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎ যশ চাকমা। বৃহস্পতিবার দুপুরে তিনি দায়িত্ব বুঝে নেন।
সংবাদ সম্মেলনে এনসিপি ও বৈছাআ’র নেতারা বলেন, পুলিশের মধ্যে বর্তমানে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক হস্তক্ষেপ এবং জনভোগান্তি বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে একধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে এবং পুলিশের ওপর বিশ্বাস কমে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে পুলিশের মধ্যে একটি যুগোপযোগী সংস্কার প্রক্রিয়া শুরু করা জরুরি।
তাঁরা বলেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই উপযুক্ত সময় পুলিশের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার। যেন ভবিষ্যতে কেউ হয়রানি বা ভোগান্তির শিকার না হয়। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পুলিশের সংস্কার প্রয়োজনীয়।
নেতারা আরও বলেন, পটিয়ার ঘটনায় থানার ওসিকে অপসারণ না করে তাঁকে রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এটি তাঁদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁরা ওসিকে স্থায়ীভাবে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তাদের মতে, পুলিশের মধ্যে এমন আচরণ ও অনিয়মের সঙ্গে আপস করা হলে পুরো বাহিনীর ভাবমূর্তি ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, ইমন সৈয়দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নিজাম উদ্দিন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১ জুলাই) পটিয়া থানায় রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে ধরে নিয়ে যান এনসিপি ও বৈছাআ নেতাকর্মীরা। তাঁরা দীপঙ্করকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেন। তখন পুলিশ তাঁর নাম–ঠিকানা যাচাই করে কোনো মামলা না থাকায় গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে পটিয়া থানায় বিক্ষোভ করেন এনসিপি–বৈছাআ নেতাকর্মীরা। এ সময় থানার ভেতরে ব্যাপক হাঙ্গামা হয়। থানার সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্য ধরা পড়ে। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (২ জুলাই) সকালে পটিয়া থানা ঘেরাওয়ের পাশাপাশি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়। দীর্ঘ সাত ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দিন দুপুরের পর চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অবস্থিত রেঞ্জ ডিআইজি কার্যালয় ঘেরাও করা হয়। পাশাপাশি নগরের জাকির হোসেন রোডও অবরোধ করেন নেতাকর্মীরা। এই অবরোধ চলে দীর্ঘ আড়াই ঘণ্টা। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এবার পুলিশের সংস্কারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ (বৈছাআ) কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
এর আগে তাঁরা পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এরই মধ্যে বুধবার (২ জুলাই) রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়। এমন প্রেক্ষাপটে পুলিশে সংস্কারের দাবি সামনে আনেন তাঁরা।
এদিকে, পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহারের পর ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎ যশ চাকমা। বৃহস্পতিবার দুপুরে তিনি দায়িত্ব বুঝে নেন।
সংবাদ সম্মেলনে এনসিপি ও বৈছাআ’র নেতারা বলেন, পুলিশের মধ্যে বর্তমানে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক হস্তক্ষেপ এবং জনভোগান্তি বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে একধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে এবং পুলিশের ওপর বিশ্বাস কমে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে পুলিশের মধ্যে একটি যুগোপযোগী সংস্কার প্রক্রিয়া শুরু করা জরুরি।
তাঁরা বলেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই উপযুক্ত সময় পুলিশের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার। যেন ভবিষ্যতে কেউ হয়রানি বা ভোগান্তির শিকার না হয়। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পুলিশের সংস্কার প্রয়োজনীয়।
নেতারা আরও বলেন, পটিয়ার ঘটনায় থানার ওসিকে অপসারণ না করে তাঁকে রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এটি তাঁদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁরা ওসিকে স্থায়ীভাবে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তাদের মতে, পুলিশের মধ্যে এমন আচরণ ও অনিয়মের সঙ্গে আপস করা হলে পুরো বাহিনীর ভাবমূর্তি ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, ইমন সৈয়দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নিজাম উদ্দিন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১ জুলাই) পটিয়া থানায় রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে ধরে নিয়ে যান এনসিপি ও বৈছাআ নেতাকর্মীরা। তাঁরা দীপঙ্করকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেন। তখন পুলিশ তাঁর নাম–ঠিকানা যাচাই করে কোনো মামলা না থাকায় গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে পটিয়া থানায় বিক্ষোভ করেন এনসিপি–বৈছাআ নেতাকর্মীরা। এ সময় থানার ভেতরে ব্যাপক হাঙ্গামা হয়। থানার সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্য ধরা পড়ে। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (২ জুলাই) সকালে পটিয়া থানা ঘেরাওয়ের পাশাপাশি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়। দীর্ঘ সাত ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দিন দুপুরের পর চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অবস্থিত রেঞ্জ ডিআইজি কার্যালয় ঘেরাও করা হয়। পাশাপাশি নগরের জাকির হোসেন রোডও অবরোধ করেন নেতাকর্মীরা। এই অবরোধ চলে দীর্ঘ আড়াই ঘণ্টা। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২৩ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
৪৩ মিনিট আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে