Ajker Patrika

দুই দিন বন্ধ থাকার পর পটিয়া হাসপাতালে শুরু হয়েছে করোনার নমুনা সংগ্রহ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দুই দিন বন্ধ থাকার পর পটিয়া হাসপাতালে শুরু হয়েছে করোনার নমুনা সংগ্রহ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টের করোনা পজিটিভ থাকার কারণে দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ৪৬ জন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে হাসপাতালের একমাত্র টেকনোলজিস্ট ও নমুনা সংগ্রাহক দেবাশীষ বড়ুয়া সাজুর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর আর কেউ না থাকার কারণে হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে যায় মঙ্গলবার থেকে। 

জানা যায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারী হিসেবে একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হিসেবে দেবাশীষ বড়ুয়া সাজু দায়িত্বরত আছেন। তিনি ছাড়া এখন আর কোন ল্যাব টেকনোলজিস্ট নেই যার কারণে নমুনা টেস্ট করানো দুই দিন ব্যাহত বন্ধ ছিল। ফলে উপজেলা জুড়ে করোনা সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষা ও বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার ও বুধবার এ দুদিন কোন করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়নি।  

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়া এবং একমাত্র নমুনা সংগ্রাহক করোনা আক্রান্ত হওয়ায় সিভিল সার্জন কার্যালয়ে জানানোর পর বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের বক্ষব্যাধি ক্লিনিকের শুভ্র চাকমা নামের একজন মেডিকেল টেকনোলজিস্টকে আপাতত এনে নমুনা সংগ্রহের কাজটি সচল করা হয়েছে।  

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ বলেন, দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বৃহস্পতিবার হতে পুনরায় শুরু হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। 

সব্যসাচী নাথ আরও জানান, হাসপাতালে জনবল সংকট থাকার  সত্ত্বেও করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু করেছি। এখন থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ