নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম বাদশা ফাহাদ (২৩)। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সুলতানপুর রমনিরহাট দক্ষিণ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাদশা ফাহাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নে টহল দিচ্ছিল বেগমগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে আসতে দেখলে একটি মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে পুলিশ।
পরে বাদশা ফাহাদ মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাইপগান, ব্লেড, একটি মোটরসাইকেল ও পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৩ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৬ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২১ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৮ মিনিট আগে