নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে প্রাইম মুভারের চলাচল বন্ধ রয়েছে।’
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোন আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করছে না। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্দর থেকেও আইসিডিতে আসছে না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়বে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারবে না।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে আহত রোগী বহন করতে রাজি না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশ সদস্যরা সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
শ্রমিকদের মজুরি, নিয়োগপত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল প্রাইম মুভার শ্রমিকরা।

প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে প্রাইম মুভারের চলাচল বন্ধ রয়েছে।’
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোন আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করছে না। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্দর থেকেও আইসিডিতে আসছে না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়বে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারবে না।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে আহত রোগী বহন করতে রাজি না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশ সদস্যরা সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
শ্রমিকদের মজুরি, নিয়োগপত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল প্রাইম মুভার শ্রমিকরা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে