Ajker Patrika

নোংরা পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
নোংরা পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে চার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকাএ সময় আনারকলি আইসক্রিম কারখানা মালিক শিবলু দাশকে ৩০ হাজার, নিউ রুচি আইসক্রিম কারখানার মালিক নান্টু মিয়াকে ৩০ হাজার, ফল বিতাণের মালিক পারভেজকে ২৫ হাজার, চায়ের দোকান আবদুর সবুরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আইসক্রিম কারখানাকে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকাসহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত