মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৪) নামের এক মাদ্রাসাছাত্র। খেলার একপর্যায়ে বল ‘হেড’ দেওয়ার পর মাঠেই অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসার পর আজ বুধবার সকালে মারা যায় সিফাত।
চিকিৎসক বলেছেন, হাসপাতালে আনার পর সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে যায়। এটি মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে।
সিফাত চট্টগ্রামের মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সিফাতের বাবা শাহজাহান সাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে চাকরি করেন। তাদের বসতভিটা না থাকায় মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৯৩ নম্বর ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকত সিফাত।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মাঠে খেলার সাথিদের কাছ থেকে জানা যায়, গত শুক্রবার সিফাত সহপাঠীদের নিয়ে বিসিক শিল্প অঞ্চলের মাঠে (ওয়ারলেস) ফুটবল খেলতে যায়। খেলার সময় বল মাথায় হেড দেওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাকে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক রায়হান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজ উদ্দিন সিফাত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় মাথায় বল হেড দেওয়ার পর অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে আনার পর আমি এবং মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ শরফুদ্দিন সিফাতের সংকটাপন্ন অবস্থা দেখতে পাই। ততক্ষণে সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এটা মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে। পরে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।’
কিশোর সিফাতের শিক্ষাপ্রতিষ্ঠান মিরসরাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজুল ইসলাম সিফাত অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ক্লাসে লেখাপড়া, ভদ্রতা, নম্রতায় অন্য সবার থেকে আলাদা ছিল সে।’
তিনি আরও বলেন, ‘সিফাতের দুর্ঘটনার খবর শুনে চিকিৎসার জন্য শিক্ষক ও ছাত্ররা মিলে একটি ফান্ড গঠন করেছে। সে টাকা তার পরিবারের হাতে তুলে দিতে আজকে মেডিকেলে যাওয়ার কথা ছিল। আমরা টাকা নিয়ে যাওয়ার আগে তার মৃত্যুর খবর চলে আসে। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সহপাঠী সবাই আজ শোকে অশ্রুসিক্ত।’
সিফাতের খালু আমান উল্লাহ আজকের পত্রিকাকে জানান, পাঁচ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর আজ (বুধবার) শেষ নিশ্বাস ত্যাগ করে সিফাত। বাদ জোহর মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৪) নামের এক মাদ্রাসাছাত্র। খেলার একপর্যায়ে বল ‘হেড’ দেওয়ার পর মাঠেই অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসার পর আজ বুধবার সকালে মারা যায় সিফাত।
চিকিৎসক বলেছেন, হাসপাতালে আনার পর সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে যায়। এটি মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে।
সিফাত চট্টগ্রামের মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সিফাতের বাবা শাহজাহান সাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে চাকরি করেন। তাদের বসতভিটা না থাকায় মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৯৩ নম্বর ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকত সিফাত।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মাঠে খেলার সাথিদের কাছ থেকে জানা যায়, গত শুক্রবার সিফাত সহপাঠীদের নিয়ে বিসিক শিল্প অঞ্চলের মাঠে (ওয়ারলেস) ফুটবল খেলতে যায়। খেলার সময় বল মাথায় হেড দেওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাকে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক রায়হান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজ উদ্দিন সিফাত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় মাথায় বল হেড দেওয়ার পর অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে আনার পর আমি এবং মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ শরফুদ্দিন সিফাতের সংকটাপন্ন অবস্থা দেখতে পাই। ততক্ষণে সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এটা মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে। পরে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।’
কিশোর সিফাতের শিক্ষাপ্রতিষ্ঠান মিরসরাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজুল ইসলাম সিফাত অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ক্লাসে লেখাপড়া, ভদ্রতা, নম্রতায় অন্য সবার থেকে আলাদা ছিল সে।’
তিনি আরও বলেন, ‘সিফাতের দুর্ঘটনার খবর শুনে চিকিৎসার জন্য শিক্ষক ও ছাত্ররা মিলে একটি ফান্ড গঠন করেছে। সে টাকা তার পরিবারের হাতে তুলে দিতে আজকে মেডিকেলে যাওয়ার কথা ছিল। আমরা টাকা নিয়ে যাওয়ার আগে তার মৃত্যুর খবর চলে আসে। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সহপাঠী সবাই আজ শোকে অশ্রুসিক্ত।’
সিফাতের খালু আমান উল্লাহ আজকের পত্রিকাকে জানান, পাঁচ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর আজ (বুধবার) শেষ নিশ্বাস ত্যাগ করে সিফাত। বাদ জোহর মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হবে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
১৮ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৫ মিনিট আগে