নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালমা আক্তার (৮) নামের এক শিশুকে হত্যার দায়ে তার বড় বোনের প্রেমিক মাঈন উদ্দিনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মাঈন উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মাঈন উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের মৃত হোরনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল।
আদালত সূত্রে জানা গেছে, নিহত শিশু সালমা আক্তারের বড় বোন শারমিন আক্তারের (২৬) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাঈন উদ্দিনের। ২০১২ সালের ৮ মে বিকেল ৪টার দিকে প্রেমিকা শারমিনের বাড়ির পাশে যান মাঈন উদ্দিন। এ সময় তাঁদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শারমিনের ছোট বোন সালমা আক্তার। বিষয়টি মা-বাবাকে বলে দেবে বলে তাঁদের জানায় সালমা। এতে ক্ষিপ্ত হয়ে মাঈন উদ্দিন একটি কাঠ দিয়ে সালমার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু সালমার। পরে সালমার বোন ও তাঁর প্রেমিক সালমার মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
ওই ঘটনায় সে বছরের ১১ মে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তানভির বাদী হয়ে সালমার বোন ও তাঁর প্রেমিককে আসামি করে একটি মামলা দায়ের করেন এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেন। কিন্তু আসামি শারমিনের বয়স সে সময় ১৬ বছর হওয়ায় তাঁর বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলমান রয়েছে। অপরদিকে আসামি মাঈন উদ্দিনের বিরুদ্ধে সাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১০ বছর পর আদালত তাঁকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালমা আক্তার (৮) নামের এক শিশুকে হত্যার দায়ে তার বড় বোনের প্রেমিক মাঈন উদ্দিনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মাঈন উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মাঈন উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের মৃত হোরনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল।
আদালত সূত্রে জানা গেছে, নিহত শিশু সালমা আক্তারের বড় বোন শারমিন আক্তারের (২৬) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাঈন উদ্দিনের। ২০১২ সালের ৮ মে বিকেল ৪টার দিকে প্রেমিকা শারমিনের বাড়ির পাশে যান মাঈন উদ্দিন। এ সময় তাঁদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শারমিনের ছোট বোন সালমা আক্তার। বিষয়টি মা-বাবাকে বলে দেবে বলে তাঁদের জানায় সালমা। এতে ক্ষিপ্ত হয়ে মাঈন উদ্দিন একটি কাঠ দিয়ে সালমার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু সালমার। পরে সালমার বোন ও তাঁর প্রেমিক সালমার মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
ওই ঘটনায় সে বছরের ১১ মে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তানভির বাদী হয়ে সালমার বোন ও তাঁর প্রেমিককে আসামি করে একটি মামলা দায়ের করেন এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেন। কিন্তু আসামি শারমিনের বয়স সে সময় ১৬ বছর হওয়ায় তাঁর বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলমান রয়েছে। অপরদিকে আসামি মাঈন উদ্দিনের বিরুদ্ধে সাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১০ বছর পর আদালত তাঁকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে