কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কিয়ামত হলেও শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের কর্ণফুলীর পুরোনো ব্রিজঘাট চত্বরে চরপাথরঘাটা জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘নিজামী সাহেব, আলী আহসান মো. মুজাহিদ, মীর কাশেম আলী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদেরসহ জামায়াতে ইসলামীর নেতাদের যে রশিতে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে সে রশিতেই ফাঁসি দেওয়া হবে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা ইতিহাস ভুলে যাই। ইতিহাস ভুলবেন না। আপনারা ঘরে ঘরে পৌঁছে দিয়েন আওয়ামী লীগের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের ১১ নেতাকে হত্যা করেছিল আওয়ামী লীগ। শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়েছে। শেখ হাসিনা খুনি। তিনি হত্যা মামলার আসামি। আর এখন তিনি দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
সাবেক এই এমপি দলের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে আগামী ছয় মাস কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এ সময় তিনি চরপাথরঘাটা এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়াহাট সেতু নিয়ে সার্কিট হাউসের মিটিংয়ে তুলে ধরা, মাঝিদের ঘাট মাঝিদের হাতে ফিরিয়ে দেওয়া এবং ব্রিজঘাট এলাকার সমস্যা সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নিরসনের আশ্বাসও দেন।
চরপাথরঘাটা জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানি ও কর্ণফুলী জামায়াতের আমির মনির আবছার চৌধুরী।

কিয়ামত হলেও শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের কর্ণফুলীর পুরোনো ব্রিজঘাট চত্বরে চরপাথরঘাটা জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘নিজামী সাহেব, আলী আহসান মো. মুজাহিদ, মীর কাশেম আলী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদেরসহ জামায়াতে ইসলামীর নেতাদের যে রশিতে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে সে রশিতেই ফাঁসি দেওয়া হবে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা ইতিহাস ভুলে যাই। ইতিহাস ভুলবেন না। আপনারা ঘরে ঘরে পৌঁছে দিয়েন আওয়ামী লীগের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের ১১ নেতাকে হত্যা করেছিল আওয়ামী লীগ। শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়েছে। শেখ হাসিনা খুনি। তিনি হত্যা মামলার আসামি। আর এখন তিনি দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
সাবেক এই এমপি দলের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে আগামী ছয় মাস কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এ সময় তিনি চরপাথরঘাটা এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়াহাট সেতু নিয়ে সার্কিট হাউসের মিটিংয়ে তুলে ধরা, মাঝিদের ঘাট মাঝিদের হাতে ফিরিয়ে দেওয়া এবং ব্রিজঘাট এলাকার সমস্যা সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নিরসনের আশ্বাসও দেন।
চরপাথরঘাটা জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানি ও কর্ণফুলী জামায়াতের আমির মনির আবছার চৌধুরী।

আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
১৮ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে