বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় ধানখেত রক্ষার বেড়া থেকে বিদ্যুতায়িত হয়ে এক মা হাতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় এ ঘটনা ঘটে।
হাতির মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দফাদার মো. আলী আকবর। তিনি বলেন, স্থানীয়রা বন্য হাতির আক্রমণ থেকে ধানখেত রক্ষার জন্য তৈরি করা তারের বেড়ায় বিদ্যুতের সংযোগ দেন। সেখানে বিদ্যুতায়িত হয়ে একটি মা হাতির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে লামা বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মা হাতির ময়নাতদন্তের জন্য নমুনা চট্টগ্রামে পাঠানো হবে। হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় গতকাল রাতে খেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ফরিদুল পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নে বন্য হাতির আবাসস্থল হারিয়ে যাওয়া ও খাদ্যসংকটের কারণে বন্য হাতি লোকালয়ে চলে আসে। এতে হাতির আক্রমণে হতাহতের ঘটনা ঘটছে।
বান্দরবানের লামায় ধানখেত রক্ষার বেড়া থেকে বিদ্যুতায়িত হয়ে এক মা হাতির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় এ ঘটনা ঘটে।
হাতির মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দফাদার মো. আলী আকবর। তিনি বলেন, স্থানীয়রা বন্য হাতির আক্রমণ থেকে ধানখেত রক্ষার জন্য তৈরি করা তারের বেড়ায় বিদ্যুতের সংযোগ দেন। সেখানে বিদ্যুতায়িত হয়ে একটি মা হাতির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে লামা বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মা হাতির ময়নাতদন্তের জন্য নমুনা চট্টগ্রামে পাঠানো হবে। হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় গতকাল রাতে খেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ফরিদুল পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নে বন্য হাতির আবাসস্থল হারিয়ে যাওয়া ও খাদ্যসংকটের কারণে বন্য হাতি লোকালয়ে চলে আসে। এতে হাতির আক্রমণে হতাহতের ঘটনা ঘটছে।
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, বিট কর্মকর্তার কার্যালয় ও বনকর্মীদের ব্যারাকে প্রকাশ্যে হামলা চালানোর ঘটনায় যুবদলের ২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয়...
৫ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউছার নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কাউছারকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শারমিন জানান, তিনি আর কাউছার একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করেন। প্রতিদিনের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন...
১২ মিনিট আগেগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আসবাবপত্র লুট করে নেয়। এরপর কয়েক দফায় ৯ তলাবিশিষ্ট ওই ভবনের মালপত্র লুট করে নিয়ে যায়।
১৫ মিনিট আগেবিপিএলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ায় বরিশাল নগরী যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ শুক্রবার রাতে হাজার হাজার মানুষ সড়কে নেমে স্লোগান ও নেচে-গেয়ে উল্লাস করেন। বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।
২৫ মিনিট আগে