Ajker Patrika

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির। ছবি: আজকের পত্রিকা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির গোলাগুলিতে ১৯ জন রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সময় নাইক্ষ্যংছড়িতে আটক করেছে বিজিবি। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুশব্যাক করা হয়। আজ সোমবার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা টহলকালে তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি জানান, তিনি দেখভাল করেন ৩৪ বিজিবি অধীনস্থ এলাকা ঘুমধুম সীমান্ত। তার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় টহল ও পাহারায় রেখেছেন জোয়ানদের।

বিজিবি জানান, আজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান থেকে ১৯ জন রোহিঙ্গাকে আটক করে ৩৪ বিজিবি। আটকদের মধ্যে তিনজন পুরুষ, আটজন নারী ও ৮ শিশু রয়েছে।

তারা জানায়, গত ৯ নভেম্বর থেকে আকিয়াব জেলার বিভিন্ন এলাকায় সামরিক বাহিনী ও আরকান আর্মির (এএ) মধ্যে তুমুল সংঘর্ষে প্রাণরক্ষা করতে পালিয়ে এসেছিল।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুশব্যাক করা হয়। তারা সবাই মিয়ানমারের রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির। ছবি: আজকের পত্রিকা
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির। ছবি: আজকের পত্রিকা

অপরদিকে ১১ বিজিবি জানান, গতকাল রোববার অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় আটক ৫ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে তারা। যারা মিয়ানমারের মন্ডু জেলা শহরের বাসিন্দা ছিল।

১১ বিজিবি অধিনায়ক লে কর্নেল সাহল আহমেদ নোবেল বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না। তিনি সীমান্ত চোরাচালান ঠেকাতে রাত-দিন সর্বক্ষণ টহল ও পাহারা জোরদার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত