
মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির গোলাগুলিতে ১৯ জন রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সময় নাইক্ষ্যংছড়িতে আটক করেছে বিজিবি। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুশব্যাক করা হয়। আজ সোমবার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা টহলকালে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি জানান, তিনি দেখভাল করেন ৩৪ বিজিবি অধীনস্থ এলাকা ঘুমধুম সীমান্ত। তার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় টহল ও পাহারায় রেখেছেন জোয়ানদের।
বিজিবি জানান, আজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান থেকে ১৯ জন রোহিঙ্গাকে আটক করে ৩৪ বিজিবি। আটকদের মধ্যে তিনজন পুরুষ, আটজন নারী ও ৮ শিশু রয়েছে।
তারা জানায়, গত ৯ নভেম্বর থেকে আকিয়াব জেলার বিভিন্ন এলাকায় সামরিক বাহিনী ও আরকান আর্মির (এএ) মধ্যে তুমুল সংঘর্ষে প্রাণরক্ষা করতে পালিয়ে এসেছিল।
পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুশব্যাক করা হয়। তারা সবাই মিয়ানমারের রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।

অপরদিকে ১১ বিজিবি জানান, গতকাল রোববার অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় আটক ৫ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে তারা। যারা মিয়ানমারের মন্ডু জেলা শহরের বাসিন্দা ছিল।
১১ বিজিবি অধিনায়ক লে কর্নেল সাহল আহমেদ নোবেল বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না। তিনি সীমান্ত চোরাচালান ঠেকাতে রাত-দিন সর্বক্ষণ টহল ও পাহারা জোরদার করেছেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে