কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় র্যাব অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেনসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূলে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন নুরুল হক (৩০) ও রহমত আলী (৩৫)। তাঁরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব খবর পায় রামুর প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার হচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেন এবং পাচারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব অকটেন মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্র উপকূলের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধ চোরাই পথে মিয়ানমারে পাচার করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে খাদ্য ও জ্বালানি তেলের প্রকট সংকট দেখা দিয়েছে। এই সুযোগে চক্রটি দুই-আড়াই মাস ধরে পাচারকাজে জড়িয়ে পড়েছে। চক্রটি ভোগ্যপণ্য ও জ্বালানি তেলের বিনিময়ে নগদ টাকা ও মাদক নিয়ে আসছে।
তিনি বলেন, বিষয়টি র্যাবের নজরে আসার পর কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও ওষুধ জব্দ করেছে।

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় র্যাব অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেনসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূলে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন নুরুল হক (৩০) ও রহমত আলী (৩৫)। তাঁরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব খবর পায় রামুর প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার হচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেন এবং পাচারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব অকটেন মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্র উপকূলের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধ চোরাই পথে মিয়ানমারে পাচার করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে খাদ্য ও জ্বালানি তেলের প্রকট সংকট দেখা দিয়েছে। এই সুযোগে চক্রটি দুই-আড়াই মাস ধরে পাচারকাজে জড়িয়ে পড়েছে। চক্রটি ভোগ্যপণ্য ও জ্বালানি তেলের বিনিময়ে নগদ টাকা ও মাদক নিয়ে আসছে।
তিনি বলেন, বিষয়টি র্যাবের নজরে আসার পর কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও ওষুধ জব্দ করেছে।

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩১ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে