কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় র্যাব অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেনসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূলে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন নুরুল হক (৩০) ও রহমত আলী (৩৫)। তাঁরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব খবর পায় রামুর প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার হচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেন এবং পাচারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব অকটেন মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্র উপকূলের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধ চোরাই পথে মিয়ানমারে পাচার করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে খাদ্য ও জ্বালানি তেলের প্রকট সংকট দেখা দিয়েছে। এই সুযোগে চক্রটি দুই-আড়াই মাস ধরে পাচারকাজে জড়িয়ে পড়েছে। চক্রটি ভোগ্যপণ্য ও জ্বালানি তেলের বিনিময়ে নগদ টাকা ও মাদক নিয়ে আসছে।
তিনি বলেন, বিষয়টি র্যাবের নজরে আসার পর কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও ওষুধ জব্দ করেছে।

সাগরপথে মিয়ানমারে পাচারের সময় র্যাব অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেনসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূলে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন নুরুল হক (৩০) ও রহমত আলী (৩৫)। তাঁরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচার দ্বীপ এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাব খবর পায় রামুর প্যাঁচার দ্বীপ সমুদ্র উপকূল দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচার হচ্ছে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০০ লিটার অকটেন এবং পাচারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব অকটেন মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্র উপকূলের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাচারকারী জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধ চোরাই পথে মিয়ানমারে পাচার করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে খাদ্য ও জ্বালানি তেলের প্রকট সংকট দেখা দিয়েছে। এই সুযোগে চক্রটি দুই-আড়াই মাস ধরে পাচারকাজে জড়িয়ে পড়েছে। চক্রটি ভোগ্যপণ্য ও জ্বালানি তেলের বিনিময়ে নগদ টাকা ও মাদক নিয়ে আসছে।
তিনি বলেন, বিষয়টি র্যাবের নজরে আসার পর কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, জ্বালানি তেল ও ওষুধ জব্দ করেছে।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২২ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২ ঘণ্টা আগে