কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা বিপ্লব চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার কোটবাড়ী গন্ধমতি এলাকা থেকে তাকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার বিপ্লব চন্দ্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি ২০১৬ সালের আগস্টে ছাত্রলীগের দলীয় কোন্দলে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি।
কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসএম আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীরা প্রথমে বিপ্লব চন্দ্র দাসকে আটক করে আমাদের ফোন দেয়। পরবর্তীতে আমাদের সদস্যরা গিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ‘খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর নির্যাতনকারী বিপ্লব চন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। এরই ধারাবাহিকতা চলতে থাকবে। ক্যাম্পাসে যত সন্ত্রাসী আছে, স্বৈরাচারের যত দোসর আছে অতি শিগগির ক্রমান্বয়ে আমরা সবাইকেই পুলিশের হাতে সোপর্দ করব। আইন আমরা নিজেদের হাতে তুলে নিব না।’

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ‘সে ২৯ নম্বর মামলার আসামি। সেই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।’ তবে এই মামলা কবে করা হয়েছে, কোন ধারায় করা হয়েছে, বাদী কে; সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আর আগে গত ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশ দাস এবং একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে এসকে মাসুম নামে দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা বিপ্লব চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার কোটবাড়ী গন্ধমতি এলাকা থেকে তাকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার বিপ্লব চন্দ্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি ২০১৬ সালের আগস্টে ছাত্রলীগের দলীয় কোন্দলে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি।
কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসএম আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীরা প্রথমে বিপ্লব চন্দ্র দাসকে আটক করে আমাদের ফোন দেয়। পরবর্তীতে আমাদের সদস্যরা গিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ‘খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর নির্যাতনকারী বিপ্লব চন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। এরই ধারাবাহিকতা চলতে থাকবে। ক্যাম্পাসে যত সন্ত্রাসী আছে, স্বৈরাচারের যত দোসর আছে অতি শিগগির ক্রমান্বয়ে আমরা সবাইকেই পুলিশের হাতে সোপর্দ করব। আইন আমরা নিজেদের হাতে তুলে নিব না।’

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ‘সে ২৯ নম্বর মামলার আসামি। সেই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।’ তবে এই মামলা কবে করা হয়েছে, কোন ধারায় করা হয়েছে, বাদী কে; সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আর আগে গত ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশ দাস এবং একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে এসকে মাসুম নামে দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
৬ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে