নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে।’
আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১৩ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম সফর।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘নানা প্রক্রিয়ায় নানাভাবে তালিকাভুক্ত হওয়া মুক্তিযোদ্ধাদের আমরা যাচাই-বাছাই করব। যাঁরা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাঁরা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাব না, তারা বাদ যাবে। তাদের রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমি শুধুমাত্র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি। কোনো দিকনির্দেশনা দেওয়ার জন্য এখানে আসিনি। আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করছি, যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারে।’
তিনি আরও বলেন, ‘কী পরিমাণ মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত—এ সমস্ত কিছুর জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। কোটা সংস্কার আন্দোলনে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটি। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, আমি এখনো মন্ত্রণালয়ে যাইনি। তবে মন্ত্রণালয়কে যাচাই করতে বলে দিয়েছি।’
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে।’
আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১৩ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম সফর।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘নানা প্রক্রিয়ায় নানাভাবে তালিকাভুক্ত হওয়া মুক্তিযোদ্ধাদের আমরা যাচাই-বাছাই করব। যাঁরা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাঁরা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাব না, তারা বাদ যাবে। তাদের রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমি শুধুমাত্র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি। কোনো দিকনির্দেশনা দেওয়ার জন্য এখানে আসিনি। আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করছি, যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারে।’
তিনি আরও বলেন, ‘কী পরিমাণ মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত—এ সমস্ত কিছুর জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। কোটা সংস্কার আন্দোলনে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটি। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, আমি এখনো মন্ত্রণালয়ে যাইনি। তবে মন্ত্রণালয়কে যাচাই করতে বলে দিয়েছি।’
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে