ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরকার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে পাস করানোর দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপনির্বাচনে আব্দুস সাত্তারের অংশগ্রহণ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির ইমেজ নষ্ট করতে সাত্তারকে চাপ দিয়ে নির্বাচনে আনা হয়েছে। যেভাবেই হোক সরকার তাঁকে পাস করিয়ে আনবে। এ কারণেই প্রথমে সংগ্রহ করলেও আওয়ামী লীগের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘তাঁকে (সাত্তার) পাস করিয়ে আনা হবে। এখানে তো ভোট হচ্ছে না, আপনারাও বুঝতে পারছেন। আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল, তারা বসে পড়েছে। সম্ভবত তাঁকে ডিক্লেয়ার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে।’
এ ছাড়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তারের পক্ষে কেউ কাজ করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে বলে নেতা-কর্মীদের হুঁশিয়ার করেছেন রুমিন ফারহানা। সেই সঙ্গে ভোটকেন্দ্রে না যেতেও নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
এই সেমিনারে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাজাহান সিরাজ।
এ ছাড়া সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের সদস্যসচিব নাসির মুনশি, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে প্রার্থী হয়ে আবদুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্যের সঙ্গে তিনিও পদত্যাগ করেন। এতে এই আসনটি শূন্য হয়। পরে গত ২৯ ডিসেম্বর তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলে আজকের পত্রিকাকে আব্দুস সাত্তার বলেন, ‘দলের সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত অদূরদর্শী ছিল।’ এরপর দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১ জানুয়ারি তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আগামী ১ ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মাহবুবুল বারী চৌধুরী ও মঈন উদ্দিন মঈন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে নির্বাচনে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াসহ পাঁচ প্রার্থী অংশগ্রহণ করছেন।

সরকার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে পাস করানোর দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপনির্বাচনে আব্দুস সাত্তারের অংশগ্রহণ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির ইমেজ নষ্ট করতে সাত্তারকে চাপ দিয়ে নির্বাচনে আনা হয়েছে। যেভাবেই হোক সরকার তাঁকে পাস করিয়ে আনবে। এ কারণেই প্রথমে সংগ্রহ করলেও আওয়ামী লীগের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘তাঁকে (সাত্তার) পাস করিয়ে আনা হবে। এখানে তো ভোট হচ্ছে না, আপনারাও বুঝতে পারছেন। আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল, তারা বসে পড়েছে। সম্ভবত তাঁকে ডিক্লেয়ার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে।’
এ ছাড়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তারের পক্ষে কেউ কাজ করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে বলে নেতা-কর্মীদের হুঁশিয়ার করেছেন রুমিন ফারহানা। সেই সঙ্গে ভোটকেন্দ্রে না যেতেও নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
এই সেমিনারে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাজাহান সিরাজ।
এ ছাড়া সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের সদস্যসচিব নাসির মুনশি, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে প্রার্থী হয়ে আবদুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্যের সঙ্গে তিনিও পদত্যাগ করেন। এতে এই আসনটি শূন্য হয়। পরে গত ২৯ ডিসেম্বর তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলে আজকের পত্রিকাকে আব্দুস সাত্তার বলেন, ‘দলের সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত অদূরদর্শী ছিল।’ এরপর দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১ জানুয়ারি তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আগামী ১ ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মাহবুবুল বারী চৌধুরী ও মঈন উদ্দিন মঈন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে নির্বাচনে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াসহ পাঁচ প্রার্থী অংশগ্রহণ করছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে