লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর–১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রামগঞ্জ উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এক চিঠিতে তাকে (এমপি) যে কোনো ধরনের প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে আপনাকে (আনোয়ার হোসেন খান) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) (২) ধারা মেনে চলা এবং যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের ১০টি দপ্তরে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ কয়েকটি বিষয় উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান মোবাইল ও হোয়াটস অ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার রাত, শুক্রবার ও শনিবার তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িতে ডাকার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়। ফোন পাওয়া ব্যক্তিদের কেউ কেউ বিষয়টি ইমতিয়াজ আরাফাতকে জানিয়েছেন।
এ ছাড়া শুক্রবার বিকেলে শহরের নারিকেল বাজার এলাকায় আনোয়ার হোসেন খান তার মালিকানাধীন আনোয়ার হোসেন খান ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে লোকজন জমায়েত করে দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী দিকনির্দেশনা দেওয়া হয় বলেও উল্লেখ করেন ইমতিয়াজ আরাফাত। এ বিষয়ে জানতে একাধিকবার সংসদ সদস্য আনোয়ার খানের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্যকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

লক্ষ্মীপুর–১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রামগঞ্জ উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এক চিঠিতে তাকে (এমপি) যে কোনো ধরনের প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে আপনাকে (আনোয়ার হোসেন খান) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) (২) ধারা মেনে চলা এবং যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের ১০টি দপ্তরে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ কয়েকটি বিষয় উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান মোবাইল ও হোয়াটস অ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার রাত, শুক্রবার ও শনিবার তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িতে ডাকার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়। ফোন পাওয়া ব্যক্তিদের কেউ কেউ বিষয়টি ইমতিয়াজ আরাফাতকে জানিয়েছেন।
এ ছাড়া শুক্রবার বিকেলে শহরের নারিকেল বাজার এলাকায় আনোয়ার হোসেন খান তার মালিকানাধীন আনোয়ার হোসেন খান ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে লোকজন জমায়েত করে দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী দিকনির্দেশনা দেওয়া হয় বলেও উল্লেখ করেন ইমতিয়াজ আরাফাত। এ বিষয়ে জানতে একাধিকবার সংসদ সদস্য আনোয়ার খানের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্যকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে