কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘Swim, Ride, Run-Boishakhi Fun!’ স্লোগানে মেরিন ড্রাইভের রেজু খাল থেকে শুরু হওয়া ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড় লাল কাঁকড়া বিচ থেকে ইনানী বে ওয়াচের সামনে এসে শেষ হয়। এতে এক বিদেশি নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৯৮ জন নারী ও পুরুষ সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদ অংশ নেন।

প্রতিযোগিতা শেষে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রথম ১০ জন অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট দেওয়া হয়। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এতে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন মো. শামসুজ্জামান আরাফাত। বাংলাদেশের আয়রন ম্যান তিনি। মালয়েশিয়া, থাইল্যান্ড, জার্মানি ও যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে সাফল্য অর্জন করে আরফাত এসেছেন কক্সবাজারের মেরিন ড্রাইভে বৈশাখী ট্রায়াথলনে। আরাফাত জানান, এই প্রথম সমুদ্র শহরের আয়োজন তাঁর কাছে ঈদের আনন্দের মতো লেগেছে।
নারী ক্যাটাগরিতে সেরা বিজয়ী রংপুর থেকে আসা ফেরদৌসী আক্তার মারিয়া। তিনি মালয়েশিয়ায় সম্প্রতি ৭০ দশমিক ৩ কিলোমিটার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন।
বৈশাখী ট্রায়াথলন-২০২৫ পর্যটন শহর কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা অর্জনে সক্ষমতা সৃষ্টি করবে বলে জানান আয়োজকেরা।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘Swim, Ride, Run-Boishakhi Fun!’ স্লোগানে মেরিন ড্রাইভের রেজু খাল থেকে শুরু হওয়া ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড় লাল কাঁকড়া বিচ থেকে ইনানী বে ওয়াচের সামনে এসে শেষ হয়। এতে এক বিদেশি নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৯৮ জন নারী ও পুরুষ সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদ অংশ নেন।

প্রতিযোগিতা শেষে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া প্রতিটি শ্রেণির প্রথম ১০ জন অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট দেওয়া হয়। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এতে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন মো. শামসুজ্জামান আরাফাত। বাংলাদেশের আয়রন ম্যান তিনি। মালয়েশিয়া, থাইল্যান্ড, জার্মানি ও যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে সাফল্য অর্জন করে আরফাত এসেছেন কক্সবাজারের মেরিন ড্রাইভে বৈশাখী ট্রায়াথলনে। আরাফাত জানান, এই প্রথম সমুদ্র শহরের আয়োজন তাঁর কাছে ঈদের আনন্দের মতো লেগেছে।
নারী ক্যাটাগরিতে সেরা বিজয়ী রংপুর থেকে আসা ফেরদৌসী আক্তার মারিয়া। তিনি মালয়েশিয়ায় সম্প্রতি ৭০ দশমিক ৩ কিলোমিটার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন।
বৈশাখী ট্রায়াথলন-২০২৫ পর্যটন শহর কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা অর্জনে সক্ষমতা সৃষ্টি করবে বলে জানান আয়োজকেরা।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২৯ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে