Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং দমনে রাতভর পুলিশের অভিযান

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং দমনে রাতভর পুলিশের অভিযান
কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে রাতভর অভিযান। ছবি: আজকের পত্রিকা

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ঈদুল আজহার পর থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাতভর অভিযান চালাচ্ছে পুলিশ। দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাত ১০টা থেকে ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করছে।

অভিযান চলাকালে পাড়া-মহল্লা, রাস্তার মোড়, দোকানপাট ও সড়কের পাশে আড্ডায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়। সদুত্তর পেলে তাদের ছেড়ে দেওয়া হলেও ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং রাত ৯টার পর ঘরের বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, অপ্রয়োজনে রাত ৯টার পর কোনো কিশোর আড্ডায় ধরা পড়লে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজন কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে রাতভর অভিযান। ছবি: আজকের পত্রিকা
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে রাতভর অভিযান। ছবি: আজকের পত্রিকা

এই উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা পুলিশের এ ধরনের পদক্ষেপের প্রশংসা করে জানান, কিশোরদের সঠিক পথে ফেরাতে এমন অভিযান অব্যাহত রাখা জরুরি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন বলেন, ‘ঈদের পর থেকে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে একাধিক দল মাঠে কাজ করছে। প্রথম পর্যায়ে সতর্ক করা হচ্ছে, পরবর্তী পর্যায়ে নিয়ম ভাঙলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত