নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাসলাইট চুরির অভিযোগ তুলে শিশুকে মারধরের অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় তাকে বরখাস্তের আদেশ দেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল হলেন মো. শওকত। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি মুখপাত্র স্প্রীনা রানী প্রামাণিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে উনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধরের একটি ভিডিওতে দেখা গেছে, একটি দোকানের ভেতর ঢুকে পুলিশ কনস্টেবল শওকত এক পথ শিশুকে ধরে একের পর এক থাপ্পড় মারছেন।
এ সময় ওই পুলিশ সদস্যের মুখে সিগারেটও ছিল। শিশুটির কান্না দেখে আশপাশে লোকজন পুলিশ সদস্যকে থামতে বললেও তিনি কারও কথা না শুনে ক্রমাগত শিশুটিকে মারতে থাকেন।
মারধরের এই ঘটনাটি ছিল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন টাইগার পাস মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি চায়ের দোকানের ভেতর।
চট্টগ্রামে কর্মরত সাংবাদিক আবু সায়েদ মোহাম্মদ তামান্না মারধরের ওই ভিডিও ধারণ করেছিলেন। তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘টাইগারপাস মোড়ে তিনি এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ কনস্টেবল শওকত একটি দোকানের ভেতর ঢুকে ওই শিশুটিকে মারধর করতে থাকেন। তাঁর অভিযোগ ছিল ট্রাফিক বক্স থেকে শিশুটি গ্যাস লাইট চুরি করেছে। পরে আমিসহ অন্যরা মিলে উনাকে (পুলিশ) বাধা দেই। কিন্তু তিনি কোনো কথা না শুনে ক্রমাগত শিশুটিকে চড় থাপ্পড় মারতে থাকে। মনে হচ্ছিল উনি শিশুটিকে মেরেই ফেলবেন। একপর্যায়ে আমি ঘটনাটির ভিডিও ধারণ করি। একপর্যায়ে উনি শিশুটিকে ছেড়ে দেন।’

চট্টগ্রামে গ্যাসলাইট চুরির অভিযোগ তুলে শিশুকে মারধরের অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় তাকে বরখাস্তের আদেশ দেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল হলেন মো. শওকত। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি মুখপাত্র স্প্রীনা রানী প্রামাণিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে উনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধরের একটি ভিডিওতে দেখা গেছে, একটি দোকানের ভেতর ঢুকে পুলিশ কনস্টেবল শওকত এক পথ শিশুকে ধরে একের পর এক থাপ্পড় মারছেন।
এ সময় ওই পুলিশ সদস্যের মুখে সিগারেটও ছিল। শিশুটির কান্না দেখে আশপাশে লোকজন পুলিশ সদস্যকে থামতে বললেও তিনি কারও কথা না শুনে ক্রমাগত শিশুটিকে মারতে থাকেন।
মারধরের এই ঘটনাটি ছিল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন টাইগার পাস মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি চায়ের দোকানের ভেতর।
চট্টগ্রামে কর্মরত সাংবাদিক আবু সায়েদ মোহাম্মদ তামান্না মারধরের ওই ভিডিও ধারণ করেছিলেন। তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘টাইগারপাস মোড়ে তিনি এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ কনস্টেবল শওকত একটি দোকানের ভেতর ঢুকে ওই শিশুটিকে মারধর করতে থাকেন। তাঁর অভিযোগ ছিল ট্রাফিক বক্স থেকে শিশুটি গ্যাস লাইট চুরি করেছে। পরে আমিসহ অন্যরা মিলে উনাকে (পুলিশ) বাধা দেই। কিন্তু তিনি কোনো কথা না শুনে ক্রমাগত শিশুটিকে চড় থাপ্পড় মারতে থাকে। মনে হচ্ছিল উনি শিশুটিকে মেরেই ফেলবেন। একপর্যায়ে আমি ঘটনাটির ভিডিও ধারণ করি। একপর্যায়ে উনি শিশুটিকে ছেড়ে দেন।’

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে