
চট্টগ্রামে গ্যাসলাইট চুরির অভিযোগ তুলে শিশুকে মারধরের অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় তাকে বরখাস্তের আদেশ দেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল হলেন মো. শওকত। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি মুখপাত্র স্প্রীনা রানী প্রামাণিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে উনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধরের একটি ভিডিওতে দেখা গেছে, একটি দোকানের ভেতর ঢুকে পুলিশ কনস্টেবল শওকত এক পথ শিশুকে ধরে একের পর এক থাপ্পড় মারছেন।
এ সময় ওই পুলিশ সদস্যের মুখে সিগারেটও ছিল। শিশুটির কান্না দেখে আশপাশে লোকজন পুলিশ সদস্যকে থামতে বললেও তিনি কারও কথা না শুনে ক্রমাগত শিশুটিকে মারতে থাকেন।
মারধরের এই ঘটনাটি ছিল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন টাইগার পাস মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি চায়ের দোকানের ভেতর।
চট্টগ্রামে কর্মরত সাংবাদিক আবু সায়েদ মোহাম্মদ তামান্না মারধরের ওই ভিডিও ধারণ করেছিলেন। তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘টাইগারপাস মোড়ে তিনি এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ কনস্টেবল শওকত একটি দোকানের ভেতর ঢুকে ওই শিশুটিকে মারধর করতে থাকেন। তাঁর অভিযোগ ছিল ট্রাফিক বক্স থেকে শিশুটি গ্যাস লাইট চুরি করেছে। পরে আমিসহ অন্যরা মিলে উনাকে (পুলিশ) বাধা দেই। কিন্তু তিনি কোনো কথা না শুনে ক্রমাগত শিশুটিকে চড় থাপ্পড় মারতে থাকে। মনে হচ্ছিল উনি শিশুটিকে মেরেই ফেলবেন। একপর্যায়ে আমি ঘটনাটির ভিডিও ধারণ করি। একপর্যায়ে উনি শিশুটিকে ছেড়ে দেন।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে