
মাঠে মাঠে দোল খাচ্ছে পাকা ধান। কেউ পাকা ধান কাটছেন, কেউ মাড়াই শেষে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে রমজান ও ঈদ আসন্ন হওয়ায় ঘাটতি রয়েছে শ্রমিকের। এমন অবস্থায় হিমশিম খাচ্ছেন নোয়াখালীর চাটখিলের কৃষকেরা।
কৃষকেরা বলেন, অন্যান্য বছরের মতো এবার দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক কম এসেছেন। তবে কয়েকটি এলাকায় হারভেস্টর মেশিন আসার কারণে কিছুটা স্বস্তি পেয়েছেন কৃষকেরা। হারভেস্টর মেশিনের কারণে একেবারে ধান কাটা, ধান মাড়াই এবং ধান বস্তায় ভরা হয়ে যাচ্ছে। এতে খরচ কিছুটা বাড়তি হলেও শ্রমিকের জোগান পূরণ হচ্ছে।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মৌসুমের শুরুতেই বৃষ্টি অনেক কম হয়েছে। খালবিলে পর্যাপ্ত পানি নেই। এমন অবস্থায় পানি দিতে পারেননি কৃষকেরা। জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় উৎপাদনে বাড়তি খরচ হয়েছে। আগে এক বিঘা জমিতে সেচের খরচ হতো ১ হাজার ৫০০ টাকার মতো। কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার টাকার ওপরে।
তারা আরও জানান, ধান মাড়াই এবং ধান কাটার শ্রমিক খরচ বেড়েছে গত বছরের চেয়ে অনেক বেশি। এসব কারণে বোরো ধান উৎপাদনের খরচ বেড়েছে।
রাজ্জাকপুর গ্রামের কৃষক কবির হোসেন বলেন, ‘এ বছর বৃষ্টি তেমন ছিল না। গত বছরের চেয়ে এবার সেচ খরচ বেশি হয়েছে। আগাছা নিড়ানি, মাটি কাছলানি, পরিমাণমতো সার-কীটনাশক দিতে গিয়ে ব্যয় বেড়েছে। তবে আমাদের এলাকার প্রতিটি মাঠে এখন পাকা ধান দোল খাচ্ছে। অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। মাঠের দিকে চোখ পড়লে মনটা আনন্দে ভরে যায়।’
খালিশপাড়া গ্রামের বর্গাচষি কামাল হোসেন বলেন, ‘সরকার এখনো ধান কেনা শুরু করেনি। গত বছর ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে ধান কিনেছিল। গতবারের দামে ধান কিনলে আমাদের লোকসান হবে।’
উপজেলা কৃষি কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হাইব্রিড ধান ও স্থানীয় বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে উপজেলার প্রায় সব এলাকায়। উপজেলার প্রায় ৩ হাজার কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে। এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭০০ হেক্টর জমি। এর মধ্যে আবাদ করা হয়েছে ৭ হাজার ৩০০ হেক্টর জমিতে। ৪ হাজার ৫০০ মেট্রিকটন ধান পাওয়া যেতে পারে বলে আশা তাঁদের।
উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘আমরা গ্রামে গ্রামে কৃষক স্কুল মাঠের মাধ্যমে বিভিন্ন কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ফলে গতবারের চেয়ে ভালো উৎপাদন হবে এ বছর।
উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি, কৃষকের স্বপ্নের সোনালি ফসল ঘরে তোলা শুরু হয়েছে। কৃষি কার্যালয় থেকে ধান কেনার বিষয়ে সরকারের নির্দেশনার আলোকে অচিরেই ঘোষণা দেওয়া হবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে