নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামিয়ে গার্মেন্টসের ঝুটের কাপড় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বোরহান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার ‘ফোর এইচ ফ্যাশন’ কারখানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ একটি টিম।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ৫ জানুয়ারি চাঁদার দাবিতে অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টসের ঝুটবাহী একটি গাড়ি কারখানা থেকে বের হওয়ার পর বোরহানের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামায়।
পরে গাড়ি থেকে ঝুটের কাপড় নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় বায়েজিদ থানায় হওয়া মামলার প্রধান আসামি বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে বোরহানের বিষয়ে তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আফতাব উদ্দিন বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও বিদেশে পলাতক আলোচিত এইট মার্ডারের আসামি সাজ্জাদ হোসেন এবং সম্প্রতি ট্রিপল মার্ডারের পলাতক আরেক সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি আছে গ্রেপ্তার হওয়া বোরহানের। এর আগে ইমন ও বেলাল নামের বোরহানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁরা বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপরাধ করে আসছেন বলে তথ্য পাওয়া যায়।

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামিয়ে গার্মেন্টসের ঝুটের কাপড় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বোরহান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার ‘ফোর এইচ ফ্যাশন’ কারখানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ একটি টিম।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ৫ জানুয়ারি চাঁদার দাবিতে অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টসের ঝুটবাহী একটি গাড়ি কারখানা থেকে বের হওয়ার পর বোরহানের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামায়।
পরে গাড়ি থেকে ঝুটের কাপড় নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় বায়েজিদ থানায় হওয়া মামলার প্রধান আসামি বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে বোরহানের বিষয়ে তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আফতাব উদ্দিন বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও বিদেশে পলাতক আলোচিত এইট মার্ডারের আসামি সাজ্জাদ হোসেন এবং সম্প্রতি ট্রিপল মার্ডারের পলাতক আরেক সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি আছে গ্রেপ্তার হওয়া বোরহানের। এর আগে ইমন ও বেলাল নামের বোরহানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁরা বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপরাধ করে আসছেন বলে তথ্য পাওয়া যায়।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে