নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামিয়ে গার্মেন্টসের ঝুটের কাপড় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বোরহান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার ‘ফোর এইচ ফ্যাশন’ কারখানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ একটি টিম।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ৫ জানুয়ারি চাঁদার দাবিতে অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টসের ঝুটবাহী একটি গাড়ি কারখানা থেকে বের হওয়ার পর বোরহানের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামায়।
পরে গাড়ি থেকে ঝুটের কাপড় নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় বায়েজিদ থানায় হওয়া মামলার প্রধান আসামি বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে বোরহানের বিষয়ে তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আফতাব উদ্দিন বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও বিদেশে পলাতক আলোচিত এইট মার্ডারের আসামি সাজ্জাদ হোসেন এবং সম্প্রতি ট্রিপল মার্ডারের পলাতক আরেক সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি আছে গ্রেপ্তার হওয়া বোরহানের। এর আগে ইমন ও বেলাল নামের বোরহানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁরা বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপরাধ করে আসছেন বলে তথ্য পাওয়া যায়।

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামিয়ে গার্মেন্টসের ঝুটের কাপড় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বোরহান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার ‘ফোর এইচ ফ্যাশন’ কারখানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ একটি টিম।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ৫ জানুয়ারি চাঁদার দাবিতে অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টসের ঝুটবাহী একটি গাড়ি কারখানা থেকে বের হওয়ার পর বোরহানের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামায়।
পরে গাড়ি থেকে ঝুটের কাপড় নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় বায়েজিদ থানায় হওয়া মামলার প্রধান আসামি বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে বোরহানের বিষয়ে তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আফতাব উদ্দিন বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও বিদেশে পলাতক আলোচিত এইট মার্ডারের আসামি সাজ্জাদ হোসেন এবং সম্প্রতি ট্রিপল মার্ডারের পলাতক আরেক সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি আছে গ্রেপ্তার হওয়া বোরহানের। এর আগে ইমন ও বেলাল নামের বোরহানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁরা বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপরাধ করে আসছেন বলে তথ্য পাওয়া যায়।

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১৫ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১৮ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে