Ajker Patrika

উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন: নাছির

কুমিল্লা প্রতিনিধি  
উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন: নাছির
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাছির উদ্দীন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছেন। তিনি বলেন, ‘গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বারবার কারাবরণ করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ছিলেন, ৫ আগস্টের পরেও তাদের ওপর দমন-পীড়ন বন্ধ হয়নি। বরং আসিফ মাহমুদের নির্দেশেই এসব নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।’

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন বলেন, ‘পুরো বাংলাদেশে যেখানে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেখানে মুরাদনগরে দমন-পীড়নের রাজনীতি চলছে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জেলে নেই, অথচ বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতা-কর্মী এখনো কারাগারে বন্দী। এটা প্রমাণ করে, আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী মুরাদনগরকে শাসন করছেন।’

তিনি আরও বলেন, ‘নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবর শুনে তার মমতাময়ী মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এটি শুধু একটি পরিবারের জন্য নয়, আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্যও গভীর বেদনার।’

তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত ১৩ নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘মুরাদনগরের জনগণ এই অন্যায়ের জবাব দেবে।’

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নাছির উদ্দীন নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত