ফেনী প্রতিনিধি

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে ২০ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের তিনটি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে শহরের চারটি কেন্দ্রে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। এতে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে থেকে ৭ জন, সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭ জন ও শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, শহরের চারটি কেন্দ্রে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এতে একজনের বদলে আরেকজন পরীক্ষা (প্রক্সি) দিতে এলে ২০ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন রংপুরের মোহাম্মদ রুবেল, ফয়সাল মিয়া, রফিকুল ইসলাম, তারেক হোসেন, মিঠু সরকার; কিশোরগঞ্জের মোহাম্মদ খলিল, মুজাহিদ, আমির আলী; বগুড়ার মোহাম্মদ মামুনুর রশীদ, ইদ্রিস আলী, গাইবান্ধার মাজহারুল ইসলাম, আরশাদ উজ্জামান, সাহেদ জুয়েল, নেত্রকোনার আরিফুল ইসলাম; লালমনিরহাটের মোহাম্মদ মুসফিকুর; দিনাজপুরের আল আমিন; শরীয়তপুরের আমিনুল ইসলাম, শেরপুরের সুমন মিয়া, রাজবাড়ীর আকমল হোসেন ও বরগুনার মোহাম্মদ রাসেল।
এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে ২০ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের তিনটি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে শহরের চারটি কেন্দ্রে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। এতে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে থেকে ৭ জন, সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭ জন ও শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, শহরের চারটি কেন্দ্রে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এতে একজনের বদলে আরেকজন পরীক্ষা (প্রক্সি) দিতে এলে ২০ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন রংপুরের মোহাম্মদ রুবেল, ফয়সাল মিয়া, রফিকুল ইসলাম, তারেক হোসেন, মিঠু সরকার; কিশোরগঞ্জের মোহাম্মদ খলিল, মুজাহিদ, আমির আলী; বগুড়ার মোহাম্মদ মামুনুর রশীদ, ইদ্রিস আলী, গাইবান্ধার মাজহারুল ইসলাম, আরশাদ উজ্জামান, সাহেদ জুয়েল, নেত্রকোনার আরিফুল ইসলাম; লালমনিরহাটের মোহাম্মদ মুসফিকুর; দিনাজপুরের আল আমিন; শরীয়তপুরের আমিনুল ইসলাম, শেরপুরের সুমন মিয়া, রাজবাড়ীর আকমল হোসেন ও বরগুনার মোহাম্মদ রাসেল।
এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে