Ajker Patrika

অভিযোগ দিয়ে প্রচার শুরু সাক্কুর, বৈঠকে ব্যস্ত রিফাত

তানিম আহমেদ ও দেলোয়ার হোসেন আকাইদ, কুমিল্লা থেকে
আপডেট : ১৩ জুন ২০২২, ১৩: ১২
অভিযোগ দিয়ে প্রচার শুরু সাক্কুর, বৈঠকে ব্যস্ত রিফাত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ঘিরে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগেভাগেই তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও নির্বাচনী পরিবেশ নিয়ে এত দিন কোনো শঙ্কা বা অভিযোগ ছিল না প্রার্থী ও স্থানীয় ভোটারদের। তবে গতকাল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হতেই পাল্টে গেছে পরিস্থিতি। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই হামলা চালিয়ে মাইক ছিনিয়ে নেওয়া হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন এবারের নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী কুমিল্লা সিটির সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু।

এদিকে মেয়র পদের আরেক হেভিওয়েট প্রার্থী-যাকে সাক্কুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে; আওয়ামী লীগের আরফানুল হক রিফাত গতকাল অনেকটা নীরবে দিন পার করেছেন। প্রতীক বরাদ্দের পর গতকাল বিকেলে তাঁর সমর্থনে নগরীর ২৭টি ওয়ার্ডে মিছিল বের হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এমনকি প্রতীক বরাদ্দের জন্য আয়োজিত অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন তিনি।

গতকাল সকাল সাড়ে নয়টায় নগরীর শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হয়। বেশির ভাগ প্রার্থী বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে এলেও ইসির কঠোরতায় তিনজনের বেশি সমর্থক নিয়ে কেউ একাডেমিতে ঢুকতে পারেননি। অবশ্য প্রতীক বরাদ্দ শেষে মিছিল নিয়ে ফিরতে দেখা গেছে বেশির ভাগ প্রার্থীকে।

প্রথমে প্রতীক বরাদ্দ দেওয়া হয় মেয়র প্রার্থীদের মাঝে। পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের রিফাত (নৌকা) এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা) নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন। নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন স্বতন্ত্র তিন প্রার্থী। তাদের মধ্যে সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি, আরেক আলোচিত প্রার্থী নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার ঘোড়া এবং কামরুল আহসান বাবুল হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন। রিফাত ছাড়া অন্য চার মেয়রপ্রার্থী এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

পরে সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কয়েকজন কাউন্সিলর প্রার্থী একই প্রতীক পছন্দ করায় লটারির মাধ্যমে তাদের বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পর বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত মনিরুল হক সাক্কু সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তিনি দলীয় প্রতীকে বিশ্বাস করেন না। তিনি মনে করেন, এ নির্বাচনে একজন প্রার্থীর আচরণ, ব্যবহার, ধৈর্য এবং জনকল্যাণে তিনি কতটুকু সময় দিয়েছেন; ভোটাররা সেটাই মূল্যায়ন করেন। গত ১০ বছরে টানা দুই মেয়াদে সিটি মেয়র থাকাকালীন ভুলত্রুটি থাকলেও নগরীর উন্নয়ন লক্ষ্যমাত্রার ৭০ ভাগ পূরণ করতে পেরেছেন দাবি করে সাক্কু বলেন, তাঁর অক্লান্ত পরিশ্রমের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা সিটির উন্নয়নে ১ হাজার ৫৩৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এবার বিজয়ী হলে সকল অসমাপ্ত কাজ শেষ করবেন।

নিজাম উদ্দিন কায়সার বলেন, সৃষ্টিলগ্ন থেকে সকল অন্যায় অবিচার অপশাসন ও অপশক্তির বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে সে সবের বাহন ছিল ঘোড়া। এই প্রতীকের মাধ্যমে তিনি কুমিল্লা থেকে দানবীয় শাসন এবং সরকারের অত্যাচারিত শাসন দূর করবেন বলে প্রত্যয় জানান তিনি।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর গতকাল জুমার নামাজের পর থেকেই প্রচারে নেমে পড়েন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নগরীর বিভিন্ন সড়কে শুরু হয় মাইকিং। মেয়র প্রার্থীদের মধ্যে কায়সারের নেতৃত্বে গতকাল জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকায় মিছিল বের হয়। পরে তিনি স্থানীয় পর্যায়ে গণসংযোগ করেন। এ সময় বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকরাও তার সঙ্গে ছিলেন।

মনিরুল হক সাক্কু গতকাল মাঠে না নামলেও তার প্রচারণায় হামলা ও মাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগে রিটার্নিং কার্যালয়ে চিঠি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নগরীর টিক্কারচর কবরস্থান সংলগ্ন এলাকায় স্থানীয় দুষ্কৃতকারী রানা তাঁর প্রচারণায় হামলা করে মাইক ছিনিয়ে নিয়েছে। সাক্কুর কর্মীদের দাবি, রানা যুবলীগের স্থানীয় কর্মী।

এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, প্রতীক বরাদ্দের ব্যস্ততার কারণে কে কি অভিযোগ করছে দেখতে পারেনি। এগুলো আজ (শনিবার) দেখব।

গতকাল প্রচারণায় নামেননি আওয়ামী লীগের প্রার্থী রিফাতও। কারণ জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে ব্যস্ত আছেন। দলীয় সূত্র জানায়, গতকাল জুমার নামাজের পরে নানুয়ার দিঘির পাড়ের বাসভবনে নগরীর ২৭ ওয়ার্ডের নারী ও পুরুষ কর্মীদের সঙ্গে বৈঠক করে তাদের প্রচারের দায়িত্ব বুঝিয়ে দেন রিফাত। পরে রাতে রানির দিঘির পাড় এলাকায় ১১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
এ কে এম সেলিম ওসমান। ছবি: সংগৃহীত
এ কে এম সেলিম ওসমান। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি জাতীয় পার্টির সাবেক এমপি এ কে এম সেলিম ওসমানকে গ্রেপ্তারে তাঁর কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড কারখানায় অভিযান চালায় ফতুল্লা মডেল থানা-পুলিশের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তবে সেখানে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এই সংসদ সদস্যকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে, গত রোববার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা সেলিম ওসমানের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। প্রায়ই তিনি গার্মেন্টসে অফিস করছেন, এমন গুঞ্জনের জবাবে তারেক আল মেহেদী জানান, সেলিম ওসমানকে গ্রেপ্তারে তাঁদের নজরদারি অব্যাহত রয়েছে।

সেই বৈঠকের পরদিন উইজডম অ্যাটায়ার্সে অভিযান চালিয়েছে পুলিশ। সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও আলোচিত আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের বড় ভাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলা মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহজাহান শেখ (৪৫)। তিনি দক্ষিণখানের আশকোনা ডিলার বাড়ির হাকিম উদ্দিনের ছেলে। জানা গেছে, শাহজাহান শেখ বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি ও ডিশের ব্যবসা করতেন।

ওই এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমান মিয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘শাহজাহান ডিলার একটি গলি থেকে দৌড়ে তালতলা মোড়ের দিকে আসেন। তখন কয়েক দুর্বৃত্ত পেছন থেকে দৌড়ে এসে তাঁকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর মাথা দুই খণ্ড হয়ে যায়। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

মাহফুজ আরও জানান, দুর্বৃত্তরা ঘটনাস্থলে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ক্যাপ (টুপি) ফেলে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে কিছু লোক শাহজাহানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হত্যাকাণ্ডের পরপরই দক্ষিণখান থানা পুলিশ, র‍্যাব, ডিবি ও গোয়েন্দা সংস্থার লোকজনকে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করতে দেখা যায়।

ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শরীফুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের শনাক্তকরণসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ ঘটনা ঘটে।   

শিশু হাবিবুর রহমান ত্বহা বড়খাপন গ্রামের আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, সকালে শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা
নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়াই পরিচালিত অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলার সদর ও মাধবদী থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা পুলিশ ও র‍্যাব-১১-এর একটি টহল দল অভিযানে সহায়তা করে।

সংযোগ বিচ্ছিন্ন করা কারখানাগুলো হচ্ছে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মেসার্স রিহাম টেক্সটাইল, মাধবদীর বাগদাদ ডাইং, একই উপজেলার মেসার্স জে অ্যান্ড বি টেক্সটাইল মিলস এবং সদর উপজেলার ডেং ফেং লিমিটেড।

নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপিবিহীনভাবে পরিচালিত তিনটি ডাইং ও একটি ব্যাটারি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত