নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ছিনতাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালংকারগুলো গলিয়ে একাধিক স্বর্ণালংকার তৈরির পর তা বিক্রি করার চেষ্টা করেছিলেন। অভিযানে তাঁদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১৮ মে) নগরের চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (৩৬) ও সাজু কুমার বণিক (৩০)।
এ ঘটনায় আজ বিকেলে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে পৌঁছালে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। এ সময় অভিষেকের কাছে থাকা ১৭ ভরি ওজনের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে উপকমিশনার জানান, লুট করা স্বর্ণের চারটি চুরি গলিয়ে তাঁরা একাধিক চুরি তৈরির পর কয়েকটি বাইরে বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণের চুরি ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণালংকারের ওজন ১৫০ গ্রাম (১৩ ভরি), যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৫ হাজার টাকা।

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ছিনতাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালংকারগুলো গলিয়ে একাধিক স্বর্ণালংকার তৈরির পর তা বিক্রি করার চেষ্টা করেছিলেন। অভিযানে তাঁদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১৮ মে) নগরের চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (৩৬) ও সাজু কুমার বণিক (৩০)।
এ ঘটনায় আজ বিকেলে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে পৌঁছালে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। এ সময় অভিষেকের কাছে থাকা ১৭ ভরি ওজনের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে উপকমিশনার জানান, লুট করা স্বর্ণের চারটি চুরি গলিয়ে তাঁরা একাধিক চুরি তৈরির পর কয়েকটি বাইরে বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণের চুরি ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণালংকারের ওজন ১৫০ গ্রাম (১৩ ভরি), যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৫ হাজার টাকা।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২৫ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে