পার্বত্য চট্টগ্রামে উন্নয়নকাজ করার আগে স্থানীয় জনগোষ্ঠী, অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অতীতে এসব দিকে গুরুত্ব না দেওয়ায় পাহাড়ি অঞ্চলে কম-বেশি ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাঙামাটির আশিকা কনভেনশন পার্কের সম্মেলন কক্ষে একটি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিশেষায়িত ট্রাস্টি প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)। এতে পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃষি বাস্তুসংস্থানিক ভূচিত্র পুনরুদ্ধার, প্রকৃতি নির্ভর সমাধান নির্ণয়, সম্প্রদায় ভিত্তিক অভিযোজন ও বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুতকরণে স্থানীয় সুবিধাভোগীদের মতামত নেওয়ার বিষয়ে এই কর্মশালা হয়।
কর্মশালা অনুষ্ঠানে বক্তারা বলেন, অতীতে পার্বত্য চট্টগ্রামে এডিবি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। যে উদ্দেশ্যে প্রকল্প নেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন হয়নি। পাকিস্তান সরকার কাপ্তাই বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় এই এলাকায় প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি ভূমির সংকট তৈরি হয়েছে। সংরক্ষিত বন পানিতে তলিয়ে গেছে। চাষাবাদযোগ্য ৫৪ হাজার একর জমি পানিতে তলিয়ে যাওয়া ভূমির সংকট তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, মানুষ জীবন বাঁচাতে বনে আশ্রয় নেওয়ায় বন ও পরিবেশের ক্ষতি হয়েছে। এ ছাড়া এখানে জিয়াউর রহমানের আমলে বাইরে থেকে মানুষ পুনর্বাসন করায় এখানে সংকট তৈরি করা হয়েছে। এর মাশুল এখন গুনতে হচ্ছে। সম্প্রতি যে প্রকল্প নেওয়া হয়েছে এটি বাস্তবসম্মত। এটি আরও আগে করার প্রয়োজন ছিল। দেরি হলেও এমন প্রকল্প নেওয়ায় পাহাড়ের মানুষের মধ্যে আশার সঞ্চার করবে বলে বক্তারা মনে করেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।
বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, এডিবির ইকোনমি রিলেশন বিভাগের যুগ্ম সচিব এসএম জাকারিয়া হক, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান।
কর্মশালা শুরুর আগে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু বিষয়ক প্রকৌশলী আহমেদ জুলফিকার রহমান। কর্মশালায় বক্তব্য দেন কৃষিবিদ পবন কুমার চাকমা, সড়ক জনপথ বিভাগের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, হেডম্যান শান্তি বিজয় চাকমা, হেডম্যান থোয়াইঅং মারমা, অধ্যাপক নিখিল চাকমা, পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. জাহিদুর রহমান মিয়া, উন্নয়ন কর্মী পলাশ খীসা, এড কক্সি তালুকদার, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা প্রমুখ।
এই কর্মশালার আলোকে ভবিষ্যতে এডিবির সহায়তায় ক্লাইমেট রিলায়েন্স লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটার শেড ম্যানেজমেন্ট ইন সিএইচটি সেক্টর প্রজেক্ট বাস্তবায়িত হবে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে