রেজা করিম ও দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা থেকে

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার কুমিল্লায় গণসমাবেশ করছে বিএনপি। বেলা ১১টায় শহরের কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউন হল মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ শুরুর আগে থেকেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি আসন ফাঁকা রাখা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার আগেই নগরীর টাউন হল মাঠ ছাড়িয়ে রানীর বাজার সড়ক, কান্দিরপাড়-টমছমব্রিজ সড়ক, কান্দিরপাড়-পুলিশ লাইন সড়ক, জিলা স্কুল সড়ক, এ কে ফজলুল হক সড়কে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা-উপজেলা থেকে একের পর এক মিছিল আসছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ কর্মসূচি পালন শুরু করে বিএনপি। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করে দলটি।
কুমিল্লার গণসমাবেশে যোগ দিতে গত কয়েক দিন ধরেই আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের অনেকেই থেকেছেন সমাবেশস্থলে।
আরও পড়ুন:

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার কুমিল্লায় গণসমাবেশ করছে বিএনপি। বেলা ১১টায় শহরের কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউন হল মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ শুরুর আগে থেকেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি আসন ফাঁকা রাখা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার আগেই নগরীর টাউন হল মাঠ ছাড়িয়ে রানীর বাজার সড়ক, কান্দিরপাড়-টমছমব্রিজ সড়ক, কান্দিরপাড়-পুলিশ লাইন সড়ক, জিলা স্কুল সড়ক, এ কে ফজলুল হক সড়কে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা-উপজেলা থেকে একের পর এক মিছিল আসছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ কর্মসূচি পালন শুরু করে বিএনপি। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করে দলটি।
কুমিল্লার গণসমাবেশে যোগ দিতে গত কয়েক দিন ধরেই আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের অনেকেই থেকেছেন সমাবেশস্থলে।
আরও পড়ুন:

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে