রেজা করিম ও দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা থেকে

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার কুমিল্লায় গণসমাবেশ করছে বিএনপি। বেলা ১১টায় শহরের কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউন হল মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ শুরুর আগে থেকেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি আসন ফাঁকা রাখা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার আগেই নগরীর টাউন হল মাঠ ছাড়িয়ে রানীর বাজার সড়ক, কান্দিরপাড়-টমছমব্রিজ সড়ক, কান্দিরপাড়-পুলিশ লাইন সড়ক, জিলা স্কুল সড়ক, এ কে ফজলুল হক সড়কে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা-উপজেলা থেকে একের পর এক মিছিল আসছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ কর্মসূচি পালন শুরু করে বিএনপি। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করে দলটি।
কুমিল্লার গণসমাবেশে যোগ দিতে গত কয়েক দিন ধরেই আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের অনেকেই থেকেছেন সমাবেশস্থলে।
আরও পড়ুন:

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার কুমিল্লায় গণসমাবেশ করছে বিএনপি। বেলা ১১টায় শহরের কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউন হল মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ শুরুর আগে থেকেই কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি আসন ফাঁকা রাখা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার আগেই নগরীর টাউন হল মাঠ ছাড়িয়ে রানীর বাজার সড়ক, কান্দিরপাড়-টমছমব্রিজ সড়ক, কান্দিরপাড়-পুলিশ লাইন সড়ক, জিলা স্কুল সড়ক, এ কে ফজলুল হক সড়কে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা-উপজেলা থেকে একের পর এক মিছিল আসছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ কর্মসূচি পালন শুরু করে বিএনপি। এরপর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করে দলটি।
কুমিল্লার গণসমাবেশে যোগ দিতে গত কয়েক দিন ধরেই আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের অনেকেই থেকেছেন সমাবেশস্থলে।
আরও পড়ুন:

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১০ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে