নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র ফাহাদ হোসেনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
ফাহাদ হোসেন (২১) চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে গতবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফাহাদের বড় ভাইয়ের বন্ধু রাকিব হাসান অনিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার চমেকের বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা আক্তার বলেন, ‘ফাহাদ বন্ধুর ডাকে সাড়া দিয়ে ওই খানে গিয়েছিল। এরই মধ্যে দুর্ঘটনা। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছে। আমরা এখন কী করব?’
ফাহাদের বন্ধু আবু তালহা নয়ন বলেন, ‘আমরা হাসপাতালের একটু দূরে ছিলাম। ফাহাদ হেঁটেই আসছিল। হঠাৎ বিস্ফোরণে সে দগ্ধ হয়।’
বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ফাহাদ হোসেন গতকাল গিয়েছিলেন ডবলমুরিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে তিনিসহ চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ফাহাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
দগ্ধ বাকিদের মধ্যে জহিরুল ইসলামের ৮০ শতাংশ পুড়ে গেছে। অপর শ্রমিক নয়নের পুড়েছে ৭০ শতাংশ, আরেকজন মাসুমের পুড়েছে ৫০ শতাংশ। তাঁদেরও অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বিস্ফোরণে আহত হওয়ার পর প্রথমে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাঁরা ভর্তি ছিলেন।
আহত মাসুম একটু একটু কথা বলতে পারছেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক হাসপাতালের ট্যাংকি পরিষ্কার করছিলেন। ১০ মিনিট কাজও করেন। এরই মধ্যে হঠাৎ বিস্ফোরণ। তারপর আগুন। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।’

চট্টগ্রামে পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র ফাহাদ হোসেনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
ফাহাদ হোসেন (২১) চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে গতবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফাহাদের বড় ভাইয়ের বন্ধু রাকিব হাসান অনিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়।
গতকাল বৃহস্পতিবার চমেকের বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা আক্তার বলেন, ‘ফাহাদ বন্ধুর ডাকে সাড়া দিয়ে ওই খানে গিয়েছিল। এরই মধ্যে দুর্ঘটনা। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছে। আমরা এখন কী করব?’
ফাহাদের বন্ধু আবু তালহা নয়ন বলেন, ‘আমরা হাসপাতালের একটু দূরে ছিলাম। ফাহাদ হেঁটেই আসছিল। হঠাৎ বিস্ফোরণে সে দগ্ধ হয়।’
বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ফাহাদ হোসেন গতকাল গিয়েছিলেন ডবলমুরিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে তিনিসহ চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ফাহাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
দগ্ধ বাকিদের মধ্যে জহিরুল ইসলামের ৮০ শতাংশ পুড়ে গেছে। অপর শ্রমিক নয়নের পুড়েছে ৭০ শতাংশ, আরেকজন মাসুমের পুড়েছে ৫০ শতাংশ। তাঁদেরও অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বিস্ফোরণে আহত হওয়ার পর প্রথমে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাঁরা ভর্তি ছিলেন।
আহত মাসুম একটু একটু কথা বলতে পারছেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক হাসপাতালের ট্যাংকি পরিষ্কার করছিলেন। ১০ মিনিট কাজও করেন। এরই মধ্যে হঠাৎ বিস্ফোরণ। তারপর আগুন। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে