কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৩৬ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছে। আজ রোববার দুপুরে উপজেলার সাবরাংয়ের মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে।
স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ সেলিম বলেন, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে। তারা মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি মাছ ধরার নৌকায় প্রবেশ করে। তাদের মধ্যে ৫ নারী, ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে। এ ছাড়া সমুদ্র উপকূলের বাহারছড়া ঘাটের অদূরে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা সাগরে ভাসছে বলে জানা গেছে।
অনুপ্রবেশ করা দোস্ত মোহাম্মদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবক জানান, তাঁরা মিয়ানমারের আকিয়াবের পূর্বে নাইচং এলাকার বাসিন্দা। সেখানে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। প্রাণ বাঁচাতে একটি কাঠের নৌকায় করে পাঁচ দিন আগে তাঁরা মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে রওনা হন। চার দিন সাগরে ভাসার পর আজ ইঞ্জিন নষ্ট হয়ে পড়লে একটি মাছ ধরার নৌকা দিয়ে তাঁদের নৌকাটি টেনে এনে ঘাটে ভেড়ান।
রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, এ বিষয়ে বিজিবি ব্যবস্থা নিচ্ছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সমুদ্রপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিয়ানমার থেকে মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৩৬ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছে। আজ রোববার দুপুরে উপজেলার সাবরাংয়ের মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে।
স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ সেলিম বলেন, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে। তারা মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি মাছ ধরার নৌকায় প্রবেশ করে। তাদের মধ্যে ৫ নারী, ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে। এ ছাড়া সমুদ্র উপকূলের বাহারছড়া ঘাটের অদূরে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা সাগরে ভাসছে বলে জানা গেছে।
অনুপ্রবেশ করা দোস্ত মোহাম্মদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবক জানান, তাঁরা মিয়ানমারের আকিয়াবের পূর্বে নাইচং এলাকার বাসিন্দা। সেখানে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। প্রাণ বাঁচাতে একটি কাঠের নৌকায় করে পাঁচ দিন আগে তাঁরা মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে রওনা হন। চার দিন সাগরে ভাসার পর আজ ইঞ্জিন নষ্ট হয়ে পড়লে একটি মাছ ধরার নৌকা দিয়ে তাঁদের নৌকাটি টেনে এনে ঘাটে ভেড়ান।
রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, এ বিষয়ে বিজিবি ব্যবস্থা নিচ্ছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সমুদ্রপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে সংগঠনের কর্মী সম্মেলনের কথা বলে অষ্টগ্রাম, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর-১০ গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন...
২০ মিনিট আগেযশোরের মনিরামপুর থানায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর ও থানার গ্লাস ভাঙচুরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগেরাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।
৪৪ মিনিট আগে