দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা দাউদকান্দিতে একটি পরিত্যক্ত টিনের ঘর থকে অজ্ঞাত (৩৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে দাউদকান্দি পৌর এলাকার মাইজপাড়া বালুর মাঠের পশ্চিম পাশে পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছে, প্রায় ৮ বছর আগে টিন দিয়ে দোচালা ঘরটি নির্মাণ করা হয়। ঘরটি নির্মাণের পর থেকে সেখানে কেউ বসবাস না করায় অযত্নে অবহেলায় ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরটির চারপাশে ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন। মঙ্গলবার বিকেলে ওই ঘরের পাশে বালুর মাঠে স্থানীয় ছেলেরা প্রতিদিনের মতো ফুটবল খেলতে যায়। একপর্যায়ে ফুটবলটি পরিত্যক্ত ঘরের পাশে গিয়ে পড়ে। এ সময় খেলোয়াড়দের মধ্য থেকে কয়েকজন বলটি আনতে গিয়ে ঘরে ঢুকে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মরদেহের গলা কাপড়ের একটি চিকন অংশ দিয়ে পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে বসা অবস্থায় ছিল। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে থানা-পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই কাজ করছে। তবে মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় মুখ বিকৃত হয়ে গেছে। পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা ঘরটি তুলেছে তা আমরা খতিয়ে দেখছি। এখন পর্যন্ত ঘরটি কার তার সন্ধান পাওয়া যায় নাই। তদন্ত চলছে তদন্তের পরে আপনাদের বিস্তারিত আমরা জানাতে পারব।’

কুমিল্লা দাউদকান্দিতে একটি পরিত্যক্ত টিনের ঘর থকে অজ্ঞাত (৩৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে দাউদকান্দি পৌর এলাকার মাইজপাড়া বালুর মাঠের পশ্চিম পাশে পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছে, প্রায় ৮ বছর আগে টিন দিয়ে দোচালা ঘরটি নির্মাণ করা হয়। ঘরটি নির্মাণের পর থেকে সেখানে কেউ বসবাস না করায় অযত্নে অবহেলায় ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরটির চারপাশে ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন। মঙ্গলবার বিকেলে ওই ঘরের পাশে বালুর মাঠে স্থানীয় ছেলেরা প্রতিদিনের মতো ফুটবল খেলতে যায়। একপর্যায়ে ফুটবলটি পরিত্যক্ত ঘরের পাশে গিয়ে পড়ে। এ সময় খেলোয়াড়দের মধ্য থেকে কয়েকজন বলটি আনতে গিয়ে ঘরে ঢুকে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মরদেহের গলা কাপড়ের একটি চিকন অংশ দিয়ে পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে বসা অবস্থায় ছিল। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে থানা-পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই কাজ করছে। তবে মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় মুখ বিকৃত হয়ে গেছে। পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা ঘরটি তুলেছে তা আমরা খতিয়ে দেখছি। এখন পর্যন্ত ঘরটি কার তার সন্ধান পাওয়া যায় নাই। তদন্ত চলছে তদন্তের পরে আপনাদের বিস্তারিত আমরা জানাতে পারব।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৩ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১৬ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে