কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে কাপ্তাইয়ে বেড়াতে আসেন আরিফুর রহমান। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা তিনি। হঠাৎ কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন কর্দমাক্ত সড়কে চলন্ত মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। বড় ধরনের ক্ষতি না হলেও দুজনে সামান্য আঘাত পান। গতকাল সোমবার (২৬ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে।
আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লিচুবাগান থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত আসতে কয়েক জায়গায় সড়ক কর্দমাক্ত হলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন এই সড়কটি। এখানে সড়কে এতই বেশি কাদা, বিশেষ করে দুই চাকার গাড়ি চালাতে গিয়ে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে।’ কথা হয় সিএনজিচালক খোকন, মো. ইসমাইল, জাহাঙ্গীর এবং মোটরসাইকেল আরোহী উচিমং মারমা সঙ্গে। তাঁরা সবাই বলেন, বর্ষাকালে বৃষ্টি হলে এই সড়ক কাদায় ভরে যায়, তাই তাঁদের ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে।
শিলছড়ির বাসিন্দা ফটোসাংবাদিক মো. জয়নাল আবেদিন বলেন, ‘লিচুবাগান থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো এই শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন সড়কটি। এখানে আমার চোখের সামনে কয়েকটি মোটরসাইকেল পিছলে পড়ে যায়। বর্ষাকাল আসলেই এই সমস্যা হয়। সড়ক হতে দ্রুত মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
এই বিষয়ে আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হয় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দায়িত্বে থাকে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী নেজাম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সড়ক বিভাগ এই বিষয়ে অবহিত হয়েছি, দ্রুত সড়ক থেকে মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করছি।’

চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে কাপ্তাইয়ে বেড়াতে আসেন আরিফুর রহমান। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা তিনি। হঠাৎ কাপ্তাই উপজেলার কাপ্তাই সড়কের শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন কর্দমাক্ত সড়কে চলন্ত মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। বড় ধরনের ক্ষতি না হলেও দুজনে সামান্য আঘাত পান। গতকাল সোমবার (২৬ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে।
আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লিচুবাগান থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত আসতে কয়েক জায়গায় সড়ক কর্দমাক্ত হলেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন এই সড়কটি। এখানে সড়কে এতই বেশি কাদা, বিশেষ করে দুই চাকার গাড়ি চালাতে গিয়ে যেকোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে।’ কথা হয় সিএনজিচালক খোকন, মো. ইসমাইল, জাহাঙ্গীর এবং মোটরসাইকেল আরোহী উচিমং মারমা সঙ্গে। তাঁরা সবাই বলেন, বর্ষাকালে বৃষ্টি হলে এই সড়ক কাদায় ভরে যায়, তাই তাঁদের ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে।
শিলছড়ির বাসিন্দা ফটোসাংবাদিক মো. জয়নাল আবেদিন বলেন, ‘লিচুবাগান থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো এই শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন সড়কটি। এখানে আমার চোখের সামনে কয়েকটি মোটরসাইকেল পিছলে পড়ে যায়। বর্ষাকাল আসলেই এই সমস্যা হয়। সড়ক হতে দ্রুত মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
এই বিষয়ে আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হয় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দায়িত্বে থাকে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী নেজাম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সড়ক বিভাগ এই বিষয়ে অবহিত হয়েছি, দ্রুত সড়ক থেকে মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করছি।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে