বান্দরবান প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদালত নিয়ে অশোভন মন্তব্য করায় বান্দরবান পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহকে কারণ দর্শাতে বলেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বুধবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এই নির্দেশ দেন।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত।
আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে এক স্ট্যাটাসে মিঠুন সিংহ তাঁর আইডি থেকে বিচারব্যবস্থা সম্পর্কে অশ্রাব্য, অশোভন ও অভদ্র মন্তব্য করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতকে অভদ্র ও ঔদ্ধত্যপূর্ণভাবে আক্রমণ করে পোস্ট দেন। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এটি তিনি করতে পারেন না বলে আদালত শোকজ করেছেন। বিষয়টি দৃষ্টগোচর হওয়ায় বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান পুলিশের উপপরিদর্শক মিঠুন সিংহকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে মন্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ বলেন, ‘আদালতের কারণ দর্শানো সম্পর্কে আমি অবহিত নই। তবে আমার ফেসবুক আইডি কয়েক দিন ধরে সমস্যা করছে। নিজেই আইডি ঠিকমতো ব্যবহার করতে পারছি না। বিষয়টি অবগত করে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।’
বান্দরবান জেলা সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইকবাল করিম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা বিজ্ঞ আদালত সম্পর্কে ফেসবুকে কোনো অশোভন মন্তব্য করতে পারেন না। এমন মন্তব্য করলে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতের কাছে জবাব দিতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদালত নিয়ে অশোভন মন্তব্য করায় বান্দরবান পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহকে কারণ দর্শাতে বলেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বুধবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এই নির্দেশ দেন।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত।
আদালত সূত্রে জানা গেছে, ফেসবুকে এক স্ট্যাটাসে মিঠুন সিংহ তাঁর আইডি থেকে বিচারব্যবস্থা সম্পর্কে অশ্রাব্য, অশোভন ও অভদ্র মন্তব্য করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতকে অভদ্র ও ঔদ্ধত্যপূর্ণভাবে আক্রমণ করে পোস্ট দেন। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এটি তিনি করতে পারেন না বলে আদালত শোকজ করেছেন। বিষয়টি দৃষ্টগোচর হওয়ায় বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান পুলিশের উপপরিদর্শক মিঠুন সিংহকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে মন্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ বলেন, ‘আদালতের কারণ দর্শানো সম্পর্কে আমি অবহিত নই। তবে আমার ফেসবুক আইডি কয়েক দিন ধরে সমস্যা করছে। নিজেই আইডি ঠিকমতো ব্যবহার করতে পারছি না। বিষয়টি অবগত করে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।’
বান্দরবান জেলা সরকারি আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইকবাল করিম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা বিজ্ঞ আদালত সম্পর্কে ফেসবুকে কোনো অশোভন মন্তব্য করতে পারেন না। এমন মন্তব্য করলে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতের কাছে জবাব দিতে হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে