নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য দুর্গম এলাকার কমিউনিটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সোলারের আলোয় আলোকিত নগরে পরিণত হয়েছে। এখানকার শিক্ষার্থীরা আলোকিত হয়ে একদিন স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উঠবে।
গতকাল বৃহস্পতিবার বান্দরবান সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে বান্দরবান জেলার দুর্গম এলাকায় বিদ্যালয় ও ছাত্রাবাসসমূহে বিদ্যুতের আলো সরবরাহ নিশ্চিতকরণে কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ এবং দুর্গম এলাকার চাষিদের জীবনমান উন্নয়নে সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়ার টিলার মেশিন, সেচযন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আধুনিক পার্বত্যাঞ্চল গড়ে তুলতে পাহাড়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৩ লাখ মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। আর এসব কিছুর অবদান একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, পার্বত্যাঞ্চলের দুর্গম বিদ্যুদ্বিহীন এলাকা সরকারের বিনা মূল্যে প্রদানকৃত সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। দুর্গম এলাকার চাষিদের জন্য সরকার বিনা মূল্যে পাম্প মেশিন, ধান কাটা ও মাড়াই মেশিনসহ বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে। আর এতে পার্বত্য এলাকায় নানামুখী উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
সভা শেষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি সমিতির সদস্যের মাঝে ২০টি পাওয়ার টিলার মেশিন, চারটি পাম্প মেশিন, পাঁচটি ধান মাড়াই মেশিন এবং ৯৪৫টি কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ করেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য দুর্গম এলাকার কমিউনিটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সোলারের আলোয় আলোকিত নগরে পরিণত হয়েছে। এখানকার শিক্ষার্থীরা আলোকিত হয়ে একদিন স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উঠবে।
গতকাল বৃহস্পতিবার বান্দরবান সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে বান্দরবান জেলার দুর্গম এলাকায় বিদ্যালয় ও ছাত্রাবাসসমূহে বিদ্যুতের আলো সরবরাহ নিশ্চিতকরণে কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ এবং দুর্গম এলাকার চাষিদের জীবনমান উন্নয়নে সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়ার টিলার মেশিন, সেচযন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আধুনিক পার্বত্যাঞ্চল গড়ে তুলতে পাহাড়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৩ লাখ মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। আর এসব কিছুর অবদান একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, পার্বত্যাঞ্চলের দুর্গম বিদ্যুদ্বিহীন এলাকা সরকারের বিনা মূল্যে প্রদানকৃত সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। দুর্গম এলাকার চাষিদের জন্য সরকার বিনা মূল্যে পাম্প মেশিন, ধান কাটা ও মাড়াই মেশিনসহ বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে। আর এতে পার্বত্য এলাকায় নানামুখী উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
সভা শেষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি সমিতির সদস্যের মাঝে ২০টি পাওয়ার টিলার মেশিন, চারটি পাম্প মেশিন, পাঁচটি ধান মাড়াই মেশিন এবং ৯৪৫টি কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ করেন।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে