নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। একই তথ্য লোহাগাড়া থানার পরিদর্শক (অপারেশনস) মো. জাহিদও নিশ্চিত করেছেন।
জাহিদ জানান, ঘটনাস্থল থেকে আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে দুজন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
হাসপাতালে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন মাইক্রোবাসের চালক, নারী ও শিশু রয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন পুরুষ, তিন নারী ও একটি শিশু রয়েছে।
এর আগে ঈদের দিন সোমবার সকালে লোহাগাড়ায় একই স্থানে দুই বাসের সংঘর্ষে নিহত হয় ৫ জন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। তাঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
জানা গেছে, রিল্যাক্স পরিবহনের বাসটি চুনতির জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে হার্ড ব্রেক করলে বাসের সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি সড়কের ওপর আড়াআড়ি হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, সোমবার পাঁচজন নিহত হওয়ার একই ঘটনাস্থলে সকালে সড়ক দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় ছয়জন। এরপর একজন স্থানীয় হাসপাতালে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজনসহ মোট ১০ জন মারা যান।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, আমরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের স্বজনরা ভিড় করছেন। সেখানে শোকের মাতম চলছে। স্বজনদের আর্তচিৎকারে চারপাশের পরিবেশ ভারী হয়ে এসেছে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। একই তথ্য লোহাগাড়া থানার পরিদর্শক (অপারেশনস) মো. জাহিদও নিশ্চিত করেছেন।
জাহিদ জানান, ঘটনাস্থল থেকে আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে দুজন মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
হাসপাতালে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন মাইক্রোবাসের চালক, নারী ও শিশু রয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন পুরুষ, তিন নারী ও একটি শিশু রয়েছে।
এর আগে ঈদের দিন সোমবার সকালে লোহাগাড়ায় একই স্থানে দুই বাসের সংঘর্ষে নিহত হয় ৫ জন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। তাঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
জানা গেছে, রিল্যাক্স পরিবহনের বাসটি চুনতির জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে হার্ড ব্রেক করলে বাসের সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি সড়কের ওপর আড়াআড়ি হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, সোমবার পাঁচজন নিহত হওয়ার একই ঘটনাস্থলে সকালে সড়ক দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় ছয়জন। এরপর একজন স্থানীয় হাসপাতালে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজনসহ মোট ১০ জন মারা যান।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, আমরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের স্বজনরা ভিড় করছেন। সেখানে শোকের মাতম চলছে। স্বজনদের আর্তচিৎকারে চারপাশের পরিবেশ ভারী হয়ে এসেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে