চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে মাংকি পক্স রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) লাশ কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ গ্রামে দাফন করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর তিনি এ রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমাতুল্লাহ এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।
কামাল হোসেনের বাবা নজির আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। আজ শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেষতলায় জানাজা শেষে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পারিবারিক কবরস্থানে কামালের লাশ দাফন করা হয়।
স্থানীয় মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, কামাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। ছয়-সাত বছর আগে জীবিকার তাগিদে কামাল হোসেন আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর সেখানে ভাইরাস রোগ মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘মাংকি পক্স একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এখন পর্যন্ত বাংলাদেশে এই রোগে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। আমরা কামাল হোসেনের পরিবারের আট সদস্যকে পর্যবেক্ষণে রেখেছি।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে কামাল হোসেনের লাশ দাফন করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে মাংকি পক্স রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) লাশ কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ গ্রামে দাফন করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর তিনি এ রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমাতুল্লাহ এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।
কামাল হোসেনের বাবা নজির আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। আজ শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেষতলায় জানাজা শেষে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পারিবারিক কবরস্থানে কামালের লাশ দাফন করা হয়।
স্থানীয় মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, কামাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। ছয়-সাত বছর আগে জীবিকার তাগিদে কামাল হোসেন আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর সেখানে ভাইরাস রোগ মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘মাংকি পক্স একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এখন পর্যন্ত বাংলাদেশে এই রোগে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। আমরা কামাল হোসেনের পরিবারের আট সদস্যকে পর্যবেক্ষণে রেখেছি।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে কামাল হোসেনের লাশ দাফন করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১২ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে