Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০: ১৭
চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন 

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পরিচালিত ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ শনিবার রাত পৌনে ১টার দিকে বঙ্গোপসাগরের পতেঙ্গায় নোঙর করা অবস্থায় জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। 

এর আগে, গত সোমবার একই প্রতিষ্ঠানের ‘এমটি বাংলার জ্যোতিতে’ বিস্ফোরণের পর তিনজন মারা যান। বাংলার সৌরভের নাবিক-ক্রুদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। 

বাংলার সৌরভে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের বার্তাকক্ষের অপারেটর নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের কাছে ৯৯৯ থেকে একটি সংবাদ আসে বঙ্গোপসাগরে বাংলার সৌরভ নামের একটি জাহাজে আগুন জ্বলছে। আমি নৌবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে জ্বলছে। আমরা কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসকে যেতে বলেছি। আমরা ১২টা ৫০ মিনিটের দিকে সংবাদটি পাই।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেকে এটিকে বাংলার জ্যোতিতে যেভাবে আগুন লেগেছিল সেটির সঙ্গে তুলনা করছেন। 

বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের একাধিক সূত্র জানায়, একটি জাহাজের আয়ুষ্কাল ২০ থেকে ২৫ বছর। এরপর তা আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারে না। কিন্তু এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ নামের ট্যাংকার দুটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল ডেনমার্কে। ট্যাংকার দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসার কাজে ব্যবহৃত হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত