সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ হাজার শিক্ষার্থী করোনার টিকা পেলেও টিকাবঞ্চিত রয়েছে কওমি মাদ্রাসার প্রায় ৮ হাজার শিক্ষার্থী। তবে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তাদের টিকা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দারুল উলুম আল হোসাইনিয়া উলামা বাজার মাদ্রাসা, পৌরসভার তালিমুদ্দিন হালিমিয়া মাদ্রাসা, মতিগঞ্জের কদমতলা, ভাদাদিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, তাদের কোনো শিক্ষার্থী টিকাদানের বিষয়টি অবগত নয়। যে কারণে তারা জন্মনিবন্ধনসহ আবেদনও করেনি।
উপজেলার ৭০টি কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় আট হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসেনি।
নুরানি তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশের সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তালিমুদ্দিন হালিমিয়া মাদ্রাসার শিক্ষক কারি ইসমাইল জানান, অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কয়েকটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নিলে ভালো হবে। এভাবে ধাপে ধাপে সবাইকে টিকাদানের আওতায় আনা সহজ হবে।
তানজিমুল মাদারিসিল কওমিয়া ফেনী জেলার সহসভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষক প্রতিনিধি পাঠানো হলে তাঁদের শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। শিক্ষা কর্মকর্তার কাছে গেলে অফিসের লোকজন বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য টিকার বরাদ্দ আসেনি। তখন ঢাকায় যোগাযোগ করা হলে তারা একটি মাদ্রাসাকে কেন্দ্র করে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়ার কথা বলে। তবে তা কবে নাগাদ দেওয়া হবে তা জানায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান, কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, কওমি মাদ্রাসার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। তাদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলোতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং তা দ্রুততম সময়ের মধ্যেই করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত জানান, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও টিকা পাবে। তবে তাদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।

ফেনীর সোনাগাজীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ হাজার শিক্ষার্থী করোনার টিকা পেলেও টিকাবঞ্চিত রয়েছে কওমি মাদ্রাসার প্রায় ৮ হাজার শিক্ষার্থী। তবে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তাদের টিকা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দারুল উলুম আল হোসাইনিয়া উলামা বাজার মাদ্রাসা, পৌরসভার তালিমুদ্দিন হালিমিয়া মাদ্রাসা, মতিগঞ্জের কদমতলা, ভাদাদিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, তাদের কোনো শিক্ষার্থী টিকাদানের বিষয়টি অবগত নয়। যে কারণে তারা জন্মনিবন্ধনসহ আবেদনও করেনি।
উপজেলার ৭০টি কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় আট হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসেনি।
নুরানি তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশের সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তালিমুদ্দিন হালিমিয়া মাদ্রাসার শিক্ষক কারি ইসমাইল জানান, অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কয়েকটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নিলে ভালো হবে। এভাবে ধাপে ধাপে সবাইকে টিকাদানের আওতায় আনা সহজ হবে।
তানজিমুল মাদারিসিল কওমিয়া ফেনী জেলার সহসভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষক প্রতিনিধি পাঠানো হলে তাঁদের শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। শিক্ষা কর্মকর্তার কাছে গেলে অফিসের লোকজন বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য টিকার বরাদ্দ আসেনি। তখন ঢাকায় যোগাযোগ করা হলে তারা একটি মাদ্রাসাকে কেন্দ্র করে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়ার কথা বলে। তবে তা কবে নাগাদ দেওয়া হবে তা জানায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান, কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, কওমি মাদ্রাসার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। তাদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলোতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং তা দ্রুততম সময়ের মধ্যেই করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত জানান, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও টিকা পাবে। তবে তাদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৩৭ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে