কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দিরসংলগ্ন কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নদীতে তাঁদের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় পুলিশ গিয়ে উদ্ধার করে।
এ দুই পর্যটক হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ (২০)। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। প্রিয়ন্ত দাশ তার খালাতো ভাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য মো. সরোয়ার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলী নদীতে লাশ ভেসে উঠেছে বলে জানান। সঙ্গে সঙ্গে আমি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু বলেন, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিখোঁজ হন, সেই জায়গায়ই লাশ দুটি ভেসে ওঠে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি দল কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের মাতা সীতা দেবী মন্দিরসংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দিরসংলগ্ন কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নদীতে তাঁদের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় পুলিশ গিয়ে উদ্ধার করে।
এ দুই পর্যটক হলেন চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ (২০)। শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। প্রিয়ন্ত দাশ তার খালাতো ভাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য মো. সরোয়ার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলী নদীতে লাশ ভেসে উঠেছে বলে জানান। সঙ্গে সঙ্গে আমি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু বলেন, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিখোঁজ হন, সেই জায়গায়ই লাশ দুটি ভেসে ওঠে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি দল কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের মাতা সীতা দেবী মন্দিরসংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৪ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে