ফেনী প্রতিনিধি

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাশে স্টার লাইন কাউন্টারের পূর্ব পাশে অবস্থিত ইতালি ভবনের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলেসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস বলছে, রেফ্রিজারেটরের কম্প্রেসর থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন এরিস্টো ফার্মার ফেনী ডিপোর জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার আশিস কুমার সরকার (৪০) তাঁর স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) ও ছেলে রিক কুমার সরকার (৯)। আশিস কুমার ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার, ডুবাউড়া ইউনিয়নের নেপাল সরকারের ছেলে।
আহত টুম্পা রানী জানান, তাঁর স্বামী অফিস থেকে বাসায় ফিরলে তিনি রান্না করতে গিয়ে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁর ধারণা, সম্ভবত লাইন লিকেজ ছিল। এতে তাঁর স্বামী, ছেলেসহ তিনজনই দগ্ধ হন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল কবীর জানান, তিন রোগী অগ্নিদগ্ধ হয়ে রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আশিস কুমারের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও অনেকাংশ পুড়ে গেছে। স্ত্রীর ৪০ শতাংশ আর ছেলে ৩০ শতাংশ শরীর পুড়ে যায়। তাঁদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে পাঠানো হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, ‘রাত সাড়ে ৯টার দিকে আমরা প্রথম আগুন লাগার খবর পাই। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি রেফ্রিজারেটরের কমপ্রেসর থেকে এ বিস্ফোরণ হয়েছে।’

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাশে স্টার লাইন কাউন্টারের পূর্ব পাশে অবস্থিত ইতালি ভবনের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলেসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস বলছে, রেফ্রিজারেটরের কম্প্রেসর থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন এরিস্টো ফার্মার ফেনী ডিপোর জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার আশিস কুমার সরকার (৪০) তাঁর স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) ও ছেলে রিক কুমার সরকার (৯)। আশিস কুমার ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার, ডুবাউড়া ইউনিয়নের নেপাল সরকারের ছেলে।
আহত টুম্পা রানী জানান, তাঁর স্বামী অফিস থেকে বাসায় ফিরলে তিনি রান্না করতে গিয়ে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁর ধারণা, সম্ভবত লাইন লিকেজ ছিল। এতে তাঁর স্বামী, ছেলেসহ তিনজনই দগ্ধ হন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল কবীর জানান, তিন রোগী অগ্নিদগ্ধ হয়ে রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আশিস কুমারের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও অনেকাংশ পুড়ে গেছে। স্ত্রীর ৪০ শতাংশ আর ছেলে ৩০ শতাংশ শরীর পুড়ে যায়। তাঁদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে পাঠানো হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, ‘রাত সাড়ে ৯টার দিকে আমরা প্রথম আগুন লাগার খবর পাই। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি রেফ্রিজারেটরের কমপ্রেসর থেকে এ বিস্ফোরণ হয়েছে।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৭ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে