ফেনী প্রতিনিধি

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাশে স্টার লাইন কাউন্টারের পূর্ব পাশে অবস্থিত ইতালি ভবনের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলেসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস বলছে, রেফ্রিজারেটরের কম্প্রেসর থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন এরিস্টো ফার্মার ফেনী ডিপোর জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার আশিস কুমার সরকার (৪০) তাঁর স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) ও ছেলে রিক কুমার সরকার (৯)। আশিস কুমার ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার, ডুবাউড়া ইউনিয়নের নেপাল সরকারের ছেলে।
আহত টুম্পা রানী জানান, তাঁর স্বামী অফিস থেকে বাসায় ফিরলে তিনি রান্না করতে গিয়ে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁর ধারণা, সম্ভবত লাইন লিকেজ ছিল। এতে তাঁর স্বামী, ছেলেসহ তিনজনই দগ্ধ হন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল কবীর জানান, তিন রোগী অগ্নিদগ্ধ হয়ে রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আশিস কুমারের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও অনেকাংশ পুড়ে গেছে। স্ত্রীর ৪০ শতাংশ আর ছেলে ৩০ শতাংশ শরীর পুড়ে যায়। তাঁদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে পাঠানো হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, ‘রাত সাড়ে ৯টার দিকে আমরা প্রথম আগুন লাগার খবর পাই। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি রেফ্রিজারেটরের কমপ্রেসর থেকে এ বিস্ফোরণ হয়েছে।’

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাশে স্টার লাইন কাউন্টারের পূর্ব পাশে অবস্থিত ইতালি ভবনের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলেসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস বলছে, রেফ্রিজারেটরের কম্প্রেসর থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন এরিস্টো ফার্মার ফেনী ডিপোর জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অফিসার আশিস কুমার সরকার (৪০) তাঁর স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) ও ছেলে রিক কুমার সরকার (৯)। আশিস কুমার ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার, ডুবাউড়া ইউনিয়নের নেপাল সরকারের ছেলে।
আহত টুম্পা রানী জানান, তাঁর স্বামী অফিস থেকে বাসায় ফিরলে তিনি রান্না করতে গিয়ে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঁর ধারণা, সম্ভবত লাইন লিকেজ ছিল। এতে তাঁর স্বামী, ছেলেসহ তিনজনই দগ্ধ হন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফজলুল কবীর জানান, তিন রোগী অগ্নিদগ্ধ হয়ে রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আশিস কুমারের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়। তাঁর শ্বাসনালিও অনেকাংশ পুড়ে গেছে। স্ত্রীর ৪০ শতাংশ আর ছেলে ৩০ শতাংশ শরীর পুড়ে যায়। তাঁদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে পাঠানো হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, ‘রাত সাড়ে ৯টার দিকে আমরা প্রথম আগুন লাগার খবর পাই। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই এবং ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি রেফ্রিজারেটরের কমপ্রেসর থেকে এ বিস্ফোরণ হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে