রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাউখালীতে লরির ধাক্কায় খাদে পড়ে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. হানিফ নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রাঙামাটি শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকার বাসিন্দা। নিহত অন্য দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রামে পাঠানো হয়।
হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া মানিকছড়ি ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন চক্রবর্তী বলেন, ‘আমরা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাই। অটোরিকশাটি যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় অটোরিকশার পেছনে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত একটি খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতে অটোরিকশাসহ লরিটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, ‘আহতদের মধ্যে সৈকত চাকমা নামের একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তা ছাড়া মো. নূর আজিম নামের একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং মৃত আরেকজনকে কাউখালীতে নিয়ে যাওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর আজকের পত্রিকাকে বলেন, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লরিটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতদের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটির কাউখালীতে লরির ধাক্কায় খাদে পড়ে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. হানিফ নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রাঙামাটি শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকার বাসিন্দা। নিহত অন্য দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রামে পাঠানো হয়।
হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া মানিকছড়ি ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন চক্রবর্তী বলেন, ‘আমরা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাই। অটোরিকশাটি যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় অটোরিকশার পেছনে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত একটি খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতে অটোরিকশাসহ লরিটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, ‘আহতদের মধ্যে সৈকত চাকমা নামের একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তা ছাড়া মো. নূর আজিম নামের একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং মৃত আরেকজনকে কাউখালীতে নিয়ে যাওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর আজকের পত্রিকাকে বলেন, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লরিটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতদের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে