
নোয়াখালীর মাইজদীতে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎবিভ্রাটে ক্ষোভ জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ সময় নেতা-কর্মীরা নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কয়েক মিনিট পরে বিদ্যুৎ লাইন সচল হয়।
ঘটনাটি ঘটে আজ শনিবার বিকেলে মাইজদীতে হরিনারায়ণপুর স্কুল মাঠে।
বিদ্যুৎ বন্ধ থাকার সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হ্যান্ড মাইকে বলেন, ‘ঢাকায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে। বিদ্যুতের লাইন যারা বন্ধ করেছে তাদের চাকরিচ্যুত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। আমার বক্তব্যের শুরুতেই ষড়যন্ত্র করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণঅধিকার পরিষদের জোয়ার ঠেকানো যাবে না।’

এ সময় নোয়াখালী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকারের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রহিম।
এদিকে বিদ্যুৎবিভ্রাটে বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল ২টা থেকে ৫টা পর্যন্ত প্রোগ্রাম করবেন। কিন্তু ৫টার পরও প্রোগ্রাম চালিয়ে যাবেন, তা আমাদের অবগত করেননি। এখানে ভুল-বোঝাবুঝি হয়েছে। পরে তারা ফোন করার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেছি। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে