Ajker Patrika

চট্টগ্রাম কাস্টমসের ৭৪ গাড়ির স্ক্র্যাপ নিলামে উঠছে বুধবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২৬
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে ১০-১৫ বছর ধরে অরক্ষিত অবস্থায় থাকা শতকোটি টাকার ৭৪টি আমদানি করা গাড়ি খালাস না করায়, সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কাস্টমস কর্তৃপক্ষ একাধিকবার গণবিজ্ঞপ্তি জারি করলেও কোনো আমদানিকারক সাড়া দেননি। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে গাড়িগুলো মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গাড়ি ধ্বংসের পর এসবের স্ক্র্যাপ বিক্রি করা হবে।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পরীক্ষার পর এসব গাড়ি ধ্বংসের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে ২০২৩ সালের জুনে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ৭৪টি গাড়ি কেটে স্ক্র্যাপ করে এবং লোহার স্ক্র্যাপ নিলামের উদ্যোগ নেয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (নিলাম) মো. সাকিব হাসান বলেন, আগামীকাল বুধবার প্রকাশ্যে নিলামের মাধ্যমে এসব স্ক্র্যাপ লোহা বিক্রি করা হবে। প্রতিটন স্ক্র্যাপ লোহার সংরক্ষিত মূল্য ৫৩ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত