চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাশে একটি কটেজ থেকে অনিক চাকমা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। আজ সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
অনিক চাকমা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি রাঙামাটি জেলার সদর উপজেলায়।
তাঁর মরদেহের পাশে ৬ পাতার চিরকুট উদ্ধার করা হয়। তার একটা পৃষ্ঠায় লেখা ছিল, ‘আমি টাকা উপার্জন করতে চেয়েছিলাম। যা ছিল অসৎ পথ। আমি টিউশন করতাম, তবুও অনেক হতো। বড় ভাই, মা বাবার কাছে অনেক দুঃখিত। আমি এমনিতে খুব ডিপ্রেশনে ছিলাম। আমি ক্লাস সিক্স থেকে ডিপ্রেশনে আছি।’
তাঁর প্রতিবেশী নরেশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সে সবার সঙ্গে কথা বলেছে। আজ সকালে ১০টা পর্যন্ত সাড়া শব্দ না পেয়ে আমরা দরজায় নক দিই। কিন্তু তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে জানালার ফাঁক দিয়ে দেখা যায় সে ঝুলে আছে। পরবর্তীতে প্রক্টর অফিসে খবর দিলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে শেষ রাতের দিকে সে মারা গেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ভেতর থেকে দরজা, জানালা বন্ধ ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, ‘আমরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। মরদেহের পাশে একটা চিরকুটও পাওয়া গেছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাশে একটি কটেজ থেকে অনিক চাকমা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। আজ সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
অনিক চাকমা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি রাঙামাটি জেলার সদর উপজেলায়।
তাঁর মরদেহের পাশে ৬ পাতার চিরকুট উদ্ধার করা হয়। তার একটা পৃষ্ঠায় লেখা ছিল, ‘আমি টাকা উপার্জন করতে চেয়েছিলাম। যা ছিল অসৎ পথ। আমি টিউশন করতাম, তবুও অনেক হতো। বড় ভাই, মা বাবার কাছে অনেক দুঃখিত। আমি এমনিতে খুব ডিপ্রেশনে ছিলাম। আমি ক্লাস সিক্স থেকে ডিপ্রেশনে আছি।’
তাঁর প্রতিবেশী নরেশ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সে সবার সঙ্গে কথা বলেছে। আজ সকালে ১০টা পর্যন্ত সাড়া শব্দ না পেয়ে আমরা দরজায় নক দিই। কিন্তু তাঁর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে জানালার ফাঁক দিয়ে দেখা যায় সে ঝুলে আছে। পরবর্তীতে প্রক্টর অফিসে খবর দিলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে শেষ রাতের দিকে সে মারা গেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ভেতর থেকে দরজা, জানালা বন্ধ ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, ‘আমরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। মরদেহের পাশে একটা চিরকুটও পাওয়া গেছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১৬ মিনিট আগে
সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে