পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া হাসপাতালে কোটি টাকার দুটি অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অল্প টাকায় মেরামত করে ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব এসব অ্যাম্বুলেন্স দিনের পর দিন খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
আজ শনিবার আকস্মিক পরিদর্শনে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এমপি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। তিনি দুটি অ্যাম্বুলেন্স পড়ে থাকার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি।
পরিদর্শন শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন সামশুল হক চৌধুরী। এ সময় কোনো সদুত্তর না পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ভর্ৎসনা করেন। যথাযথ দায়িত্ব পালন সম্ভব না হলে পটিয়া ছেড়ে অন্যত্র চলে যাওয়ারও আহ্বান জানান তিনি।
সভায় পটিয়া পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বেলার ও সাংবাদিক আবেদ আমিরীকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন এমপি।
বৈঠকে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে মন্তব্য করেছেন সামশুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, হুইপের স্বাস্থ্য বিষয়ক সমন্বয়কারী নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, মুক্তিযোদ্ধা আহমদ নবী, হাবিবুল হক চৌধুরী।
ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্সের এমন করুণ অবস্থা ছাড়াও হাসপাতালের চারদিকে ময়লা-আবর্জনার ভাগাড়। ছড়াচ্ছে দুর্গন্ধ। অথচ ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গত চার মাসে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
হুইপ বলেন, সাম্প্রতিক সময়ে পটিয়ায় টিকা কেলেঙ্কারির যে প্রচার করা হয়েছে এর জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই দায়ী। টিএইচও নিজে অবহিত থাকা সত্ত্বেও ভুল তথ্য ছড়িয়ে পটিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। হাসপাতালে অভ্যন্তরে সন্ধ্যায় মাদকসেবীদের আড্ডা, বিভিন্ন গাড়ির পার্কিং স্পেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালের দালালদের দৌরাত্ম্য চললেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

পটিয়া হাসপাতালে কোটি টাকার দুটি অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অল্প টাকায় মেরামত করে ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব এসব অ্যাম্বুলেন্স দিনের পর দিন খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
আজ শনিবার আকস্মিক পরিদর্শনে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এমপি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। তিনি দুটি অ্যাম্বুলেন্স পড়ে থাকার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি।
পরিদর্শন শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন সামশুল হক চৌধুরী। এ সময় কোনো সদুত্তর না পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ভর্ৎসনা করেন। যথাযথ দায়িত্ব পালন সম্ভব না হলে পটিয়া ছেড়ে অন্যত্র চলে যাওয়ারও আহ্বান জানান তিনি।
সভায় পটিয়া পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বেলার ও সাংবাদিক আবেদ আমিরীকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন এমপি।
বৈঠকে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে মন্তব্য করেছেন সামশুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, হুইপের স্বাস্থ্য বিষয়ক সমন্বয়কারী নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, মুক্তিযোদ্ধা আহমদ নবী, হাবিবুল হক চৌধুরী।
ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্সের এমন করুণ অবস্থা ছাড়াও হাসপাতালের চারদিকে ময়লা-আবর্জনার ভাগাড়। ছড়াচ্ছে দুর্গন্ধ। অথচ ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গত চার মাসে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
হুইপ বলেন, সাম্প্রতিক সময়ে পটিয়ায় টিকা কেলেঙ্কারির যে প্রচার করা হয়েছে এর জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই দায়ী। টিএইচও নিজে অবহিত থাকা সত্ত্বেও ভুল তথ্য ছড়িয়ে পটিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। হাসপাতালে অভ্যন্তরে সন্ধ্যায় মাদকসেবীদের আড্ডা, বিভিন্ন গাড়ির পার্কিং স্পেস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালের দালালদের দৌরাত্ম্য চললেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়নের কাটাখালী ও চারাবটতল স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৮ ঘণ্টা আগে