সোনার দোকানে ডাকাতি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গুলি করে ও ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় র্যাব-পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস।
ডাকাত দলের গ্রেপ্তার সদস্যদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে থানার পুলিশ। সেখানে জানা গেছে, অভিযুক্তরা মাসে ৩০ হাজার টাকা বেতনে ডাকাতির কাজ করেন। ডাকাতি সম্পন্ন হলে লুণ্ঠিত মালপত্র থেকে তাঁরা কমিশনও পান। আজ বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহম্মেদ এসব তথ্য জানিয়েছেন।
৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার মিয়ার বাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্সে ডাকাত দলের সদস্যরা হানা দেন। তাঁরা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটান। ডাকাতির কাজে তাঁরা দুটি মাইক্রোবাস ব্যবহার করেন। দলের ১০ সদস্যের মধ্যে আটজন ডাকাতি এবং দুজন গাড়ি চালানোয় অংশ নেন। এ ঘটনায় দোকানের মালিক রবীন্দ্র দত্ত বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডাকাতি করে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে কাওছার আহমেদ নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের অপর সদস্য মো. আরিফ ও আবদুল হাকিমকে গ্রেপ্তার করে।
ওসি হিলাল উদ্দিন জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগার গ্রামের আরিফকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে র্যাব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহিষপুর গ্রামের হাকিমকে গ্রেপ্তার করে। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিমান্ডের বরাত দিয়ে ওসি জানান, ডাকাত দলের মূল সরদারের দেশের বিভিন্ন স্থানে ডাকাতির পরিকল্পনা এবং সোনার দোকানগুলো চিহ্নিত করার জন্য আলাদা একাধিক দল রয়েছে। দলের সদস্যরা ঠিক করা দোকানগুলো একাধিকবার ঘুরেফিরে দেখেন। পরে তাঁদের দেওয়া তথ্য অনুসারে মূল ডাকাতেরা প্রয়োজন অনুসারে পর্যাপ্ত সদস্য নিয়ে ডাকাতি সংঘটিত করেন।
ওসি বলেন, ‘প্রীতি জুয়েলার্সে তাঁরা ১০ জন অংশগ্রহণ করেন। আমরা ডাকাতির প্রধান সরদারসহ অপর সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছি।’

কুমিল্লার চৌদ্দগ্রামে গুলি করে ও ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় র্যাব-পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস।
ডাকাত দলের গ্রেপ্তার সদস্যদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে থানার পুলিশ। সেখানে জানা গেছে, অভিযুক্তরা মাসে ৩০ হাজার টাকা বেতনে ডাকাতির কাজ করেন। ডাকাতি সম্পন্ন হলে লুণ্ঠিত মালপত্র থেকে তাঁরা কমিশনও পান। আজ বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহম্মেদ এসব তথ্য জানিয়েছেন।
৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার মিয়ার বাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্সে ডাকাত দলের সদস্যরা হানা দেন। তাঁরা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটান। ডাকাতির কাজে তাঁরা দুটি মাইক্রোবাস ব্যবহার করেন। দলের ১০ সদস্যের মধ্যে আটজন ডাকাতি এবং দুজন গাড়ি চালানোয় অংশ নেন। এ ঘটনায় দোকানের মালিক রবীন্দ্র দত্ত বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডাকাতি করে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে কাওছার আহমেদ নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের অপর সদস্য মো. আরিফ ও আবদুল হাকিমকে গ্রেপ্তার করে।
ওসি হিলাল উদ্দিন জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগার গ্রামের আরিফকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে র্যাব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহিষপুর গ্রামের হাকিমকে গ্রেপ্তার করে। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিমান্ডের বরাত দিয়ে ওসি জানান, ডাকাত দলের মূল সরদারের দেশের বিভিন্ন স্থানে ডাকাতির পরিকল্পনা এবং সোনার দোকানগুলো চিহ্নিত করার জন্য আলাদা একাধিক দল রয়েছে। দলের সদস্যরা ঠিক করা দোকানগুলো একাধিকবার ঘুরেফিরে দেখেন। পরে তাঁদের দেওয়া তথ্য অনুসারে মূল ডাকাতেরা প্রয়োজন অনুসারে পর্যাপ্ত সদস্য নিয়ে ডাকাতি সংঘটিত করেন।
ওসি বলেন, ‘প্রীতি জুয়েলার্সে তাঁরা ১০ জন অংশগ্রহণ করেন। আমরা ডাকাতির প্রধান সরদারসহ অপর সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছি।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে