রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় তিন দিন যাবৎ অসুস্থ থাকার পর একটি হাতিকে চিকিৎসা দিয়ে বনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে চিকিৎসা দেওয়ার পর হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন থেকে বাচ্চাসহ হাতিটি ওই এলাকায় অসুস্থ হয়ে পড়ে ছিল। গতকাল রোববার একটি হাতিকে অসুস্থ দেখে স্থানীয়রা বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে রাঙামাটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায়, স্থানীয় বন বিভাগের তৎপরতায় রাঙামাটি বন বিভাগ, শুবলং বন বিভাগ এবং চট্টগ্রাম থেকে মেডিকেল টিমের দুজন চিকিৎসকের সহযোগিতায় অসুস্থ একটি হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়। পরে সেটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, ‘বাচ্চাসহ বন্য হাতিটি অসুস্থ হয়ে গত দুদিন ধরে চাইল্যাতলী এলাকায় লোকালয়ের কাছাকাছি এক জাগাতেই অবস্থান করছিল। তাই বন বিভাগকে জানানো হয়েছে।’
কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক ভেটেরিনারি অফিসার ডাক্তার হাতেম সাজ্জাদ বলেন, ‘অসুস্থ হাতিটির বাম পায়ে পুরোনো একটি ক্ষত রয়েছে। যার ফলে হাতিটির পা নাড়াচাড়া করতে পারছিল না। আমরা এসেই হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেই।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এখানে আসি। চিকিৎসা পরবর্তী হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।’
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সার্জারি বিভাগের অধ্যাপক বলেন, ‘হাতিটিকে দেখে প্রাথমিকভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। আশ করি দ্রুত সুস্থ হয়ে যাবে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৮ মিনিট আগে