নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পণ্য সরবরাহ না দিয়ে এগারো লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রামেও মামলা করেছেন এক ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে নালিশি অভিযোগটি করেন নগরের রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নুরুল আবছার পারভেজ (৩৫)। আদালত এ বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা, কর্মকর্তা আমানুল্লাহ, বীথি আক্তার, জায়েদুল ফিরোজ ও নাজমুল হাসান রাসেল।
বাদীসহ প্রতারিত আরও দুজন মোর্শেদ সিকদার ও মাহমুদুল হাসান খানের প্রায় সাড়ে ১১ লক্ষ ৮৮ হাজার ৪৯০ টাকা পাওনা দাবি করে মামলাটি করেন। অপর দুজনও ই-অরেঞ্জের গ্রাহক।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ই-অরেঞ্জ সারা দেশে লাখ লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণার বিষয়টিও আদালতে তুলে ধরেছি।
অভিযোগে বলা হয়, বাদী ও অন্য দুই ভুক্তভোগীর এ বছর ২৭ মে থেকে বিভিন্ন সময় পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে অগ্রিম টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের পরেও আজ পর্যন্ত ই-অরেঞ্জ তিন গ্রাহকের পণ্য সরবরাহ দেয়নি।
অর্ডার নেওয়ার পর থেকে ই-অরেঞ্জ ফেসবুক পেজে নোটিশ দিয়ে পণ্য চালান দেওয়ার নিশ্চয়তা দেয়। এভাবে সারা দেশে লাখ লাখ গ্রাহক প্রতারিত হয়েছে।
একই অভিযোগে আগে ঢাকাসহ দেশের কয়েক জেলায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা হয়েছে।

পণ্য সরবরাহ না দিয়ে এগারো লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রামেও মামলা করেছেন এক ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে নালিশি অভিযোগটি করেন নগরের রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নুরুল আবছার পারভেজ (৩৫)। আদালত এ বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা, কর্মকর্তা আমানুল্লাহ, বীথি আক্তার, জায়েদুল ফিরোজ ও নাজমুল হাসান রাসেল।
বাদীসহ প্রতারিত আরও দুজন মোর্শেদ সিকদার ও মাহমুদুল হাসান খানের প্রায় সাড়ে ১১ লক্ষ ৮৮ হাজার ৪৯০ টাকা পাওনা দাবি করে মামলাটি করেন। অপর দুজনও ই-অরেঞ্জের গ্রাহক।
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ই-অরেঞ্জ সারা দেশে লাখ লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণার বিষয়টিও আদালতে তুলে ধরেছি।
অভিযোগে বলা হয়, বাদী ও অন্য দুই ভুক্তভোগীর এ বছর ২৭ মে থেকে বিভিন্ন সময় পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে অগ্রিম টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের পরেও আজ পর্যন্ত ই-অরেঞ্জ তিন গ্রাহকের পণ্য সরবরাহ দেয়নি।
অর্ডার নেওয়ার পর থেকে ই-অরেঞ্জ ফেসবুক পেজে নোটিশ দিয়ে পণ্য চালান দেওয়ার নিশ্চয়তা দেয়। এভাবে সারা দেশে লাখ লাখ গ্রাহক প্রতারিত হয়েছে।
একই অভিযোগে আগে ঢাকাসহ দেশের কয়েক জেলায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা হয়েছে।

নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৩১ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
৪১ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে