কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের নামে একাধিক মামলা আছে।
আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বিষয়টি জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. রিপন, ঠাকুরপাড়া এলাকার মো. সাজ্জাদ আলম ও মোস্তফার রেজোয়ান হায়দার এবং উত্তর চর্থা এলাকার কাজী আল রাব্বি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ভারত সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের চার আরোহীকে গ্রেপ্তার ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ। চারজনকে গ্রেপ্তারের পর মোস্তফার রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠাকুরপাড়ার বাড়ি থেকে সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ানের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। আসামিরা ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজন ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের নামে একাধিক মামলা আছে।
আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বিষয়টি জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার মো. রিপন, ঠাকুরপাড়া এলাকার মো. সাজ্জাদ আলম ও মোস্তফার রেজোয়ান হায়দার এবং উত্তর চর্থা এলাকার কাজী আল রাব্বি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ভারত সীমান্তবর্তী জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের চার আরোহীকে গ্রেপ্তার ও মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশ। চারজনকে গ্রেপ্তারের পর মোস্তফার রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঠাকুরপাড়ার বাড়ি থেকে সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ানের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। আসামিরা ভারত ও সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
৪ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে